সরকারি ছুটির তালিকা ও বর্ষপঞ্জি ২০২২

sorkari chutir talika: সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রতি বছর’ই সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়। সেই অনুসারে আমাদের দেশে বিভিন্ন ধর্মীয় ঐচ্ছিক উৎসব, দেশীয় উৎসব নিয়েই ছুটি দেওয়া হয়। এক্ষেত্রে বেশি ভাগ’ই সরকারি প্রতিষ্ঠানে ছুটি পালন করা হয় ও পাশাপাশি কিছু সংখ্য বেসরকারি প্রতিষ্ঠানও বর্ষপঞ্জি অনুসারে ইমপ্লয়ারদের ছুটি নির্ধারন করে থাকে। তাই আজকের পোষ্টের মাধ্যমে জানবো, ২০২২ সালে সরকারি ছুটির কোন কোন তারিখে রয়েছে কারন চাকুরীজীবীরা বেশিভাগ’ই ছুটির দিন কেন্দ্র করে ব্যক্তিগত কাজ ও পরিবারকে সময় দেন।

সরকারি ছুটির তালিকা গত ২৮ অক্টোবর ২০২১ তারিখে মন্ত্রীসভার বৈঠকের মাধ্যমে ২০২২ সালের ছুটির তালিকা নির্ধারন করেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি ছুটির তালিকা কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে ১. সাধারণ ছুটি ২. নির্বাহী আদেশে ৩. ধর্মীয় ঐচ্ছিক ছুটি এসকল ছুটিগুলো ভোগ করার নিয়মাবলি রয়েছে যা জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে দেওয়া রয়েছে। তাই আজকের পোষ্টের মাধ্যমে জানতে পারবো সরকারি ভাবে সরকারি ও আধা-সরকারি অফিস সংবিধিবদ্ধ, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত সংস্থা সমূহ নিমোক্ত ছুুটি গুলো ভোগ করতে পারবেন।

সরকারি সাধারণ ছুটির তালিকা Pdf ২০২২

সরকারি সাধারণ ছুটিঃ মূলত সাধারণছুটি রাষ্ট্রীয় ভাবে পালন করা হয় এবং এই সকল ছুটিগুলো সরকারি ও আধা-সরকারি অফিস সংবিধিবদ্ধ, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত সংস্থার সবাই ভোগ করতে পারবে।বাংলা সরকারি বর্ষপঞ্জি মাধ্যমে এই বছরের কতদিন ছুটি রয়েছে ও বাংলা মাসের ও ইংরেজি মাসের দিন তারিখ মিলাতে পারবেন সরকারি বর্ষপঞ্জি দিয়ে, এছাড়াও সরকারি ছুটির তালিকাও জানতে পারবেন। ২০২২ সালের মোট ৩টি সাপ্তাহিক ছুটিসহ ১৪ দিন সাধারণ ছুটি ধার্য করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, বিস্তারিত জানতে নিমোক্ত সাধারণ ছুটির তালিকা পড়ুনঃ

আরো নতুন পোষ্ট পড়তে পারেন-

পর্বের নামতারিখছুটির পরিমান
মাতৃভাষা দিবষ২১/০২/২০২২ ১ দিন
বঙ্গবন্ধুর জন্ম দিবস১৭/০৩/২০২২ ১ দিন
স্বাধীতা দিবস২৬/০৩/২০২২ ১ দিন
জুমাতুল বিদা২৯/০৪/২০২২ ১ দিন
মে দিবস০১/০৫/২০২২ ১ দিন
ঈদ-উল-ফিতর০৩/০৫/২০২২১ দিন
বুদ্ধ পূর্নিমা১৫/০৫/২০২২ ১ দিন
ঈদ-উল-আযহা১০/০৭/২০২২ ১ দিন
শোক দিবস১৫/০৮/২০২২ ১ দিন
জন্মাষ্টমী১৮/০৮/২০২২ ১ দিন
দূর্গা পূজা ০৫/০১০/২০২২ ১ দিন
ঈদ-ই-মিলাদুন্নবী০৯/১০/২০২২ ১ দিন
বিজয় দিবস১৬/১০/২০০ ১ দিন
বড় দিন ২৫/১২/২০২২ ১ দিন
উপরোল্লেখিত ছুটি সমূহ ২৮/১০/২০২১ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে, তাই ঐচ্ছিক ছুটি ও সরকারি ছুটির ক্যালেন্ডার নিম্নে পড়ুন।

নির্বাহী আদেশে সরকারি ছৃটি সমূহ ২০২২

সরকারি ছুটিকে কয়েকটি ভাবে বিভক্ত করা হয়ে থাকে, ১. সাধারন ছুটি ২, ঐচ্ছিক ধর্মীয় ছুটি ৩. নির্বাহী আদেশে ২০২২ সালের সরকারি সাধারন ছুটির তারিখ ইতিমধ্যে উপরে দেওয়া হয়েছে। তাই জেনে নিন ২০২২ সালে নির্বাহী আদেশে কত দিন ছুটি দেওয়া হয়েছে ও অনান্য নির্দেশনা রয়েছে কিনা বিস্তারিত তথ্য নিম্নরূপেঃ

িই পর্বের নাম তারিখ ছুটির পরিমান
শব ই বরাত১৯/০৩/২০২২১ দিন
শুভ নববর্ষ১৪/০৪/২০২২ ১ দিন
শব-ই কদর২৯/০৪/২০২২ ১ দিন
ঈদুল ফিতর২ ও ৪ মে ২০২২ ২ দিন
ঈদুল আযহা৯ ও ১১ জুলাই ২০২২ ২ দিন
আশুরা৯/০৮/২০২২১ দিন
মোট ছুটির পরিমানঃ৮ দিন
৩ টি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ৮ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে, তবে নির্বাহী আদেশের চাঁদের উপর নির্ভরশীল করে দেওয়া হয়েছে।

ইসলাম ধর্মের ঐচ্ছিক ছুটি

পর্বের নামঃ শব-ই মিরাজ
ছুটির তারিখঃ ০১/০৩/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

পর্বের নামঃ ঈদ-উল ফিতর
ছুটির তারিখঃ ০৫/০৫/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

পর্বের নামঃ আখেরি চাহার সোম্বা
ছুটির তারিখঃ ২১/০৯/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

পর্বের নামঃ ফাতেহা ই ইয়াজদাহম
ছুটির তারিখঃ ২১/১১/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

হিন্দু ঐচ্ছিক ছুটি

পর্বের নামঃ সরস্বতী পূজা
ছুটির তারিখঃ ০৫/১১/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

পর্বের নামঃ শিবরাত্রী ব্রত
ছুটির তারিখঃ ০১/০৩/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

পর্বের নামঃ দোলযাত্রা
ছুটির তারিখঃ ১৮/০৩/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

পর্বের নামঃ হরিচাঁদ ঠাকুরের আগমন
ছুটির তারিখঃ ৩০/০৩/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

পর্বের নামঃ নবমী দুর্গাপূজায়
ছুটির তারিখঃ ২৫/০৯/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

খ্রিষ্টান ধর্মের ঐচ্ছিক ছুটি

ছুটির পর্বের নামঃ ইংরেজি নববর্ষ
ছুটির তারিখঃ ০১/০১/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

ছুটির পর্বের নামঃ ভস্ম বুধবার
ছুটির তারিখঃ ০২/০২/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

ছুটির পর্বের নামঃ পুণ্য বৃহস্পতিবার
ছুটির তারিখঃ ১৪/০৪/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

ছুটির পর্বের নামঃ পুণ্য শুক্রবার
ছুটির তারিখঃ ১৫/০৪/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

ছুটির পর্বের নামঃ পুণ্য শনিবার
ছুটির তারিখঃ ১৫/০৪/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

ছুটির পর্বের নামঃ ইন্টার সানডে
ছুটির তারিখঃ ১৭/০৪/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

ছুটির পর্বের নামঃ বড়দিন
ছুটির তারিখঃ ২৪/১২/২০২২
ছুটির পরিমানঃ ২ দিন

বৌদ্ধ ধর্মের ঐচ্ছিক ছুটি

ছুটির পর্বের নামঃ মাঘী পূর্ণিমা
ছুটির তারিখঃ ১৬/০২/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

ছুটির পর্বের নামঃ চৈত্রসংক্রান্তি
ছুটির তারিখঃ ১৩/০৪/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

ছুটির পর্বের নামঃ আষাঢ়ী পূর্ণিমা
ছুটির তারিখঃ ১২/০৭/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

ছুটির পর্বের নামঃ মধুপূর্ণিমা
ছুটির তারিখঃ ০৯/০৯/২০২২
ছুটির পরিমানঃ ১ দিন

পাব্যত্য চট্রগাম এলাকা ক্ষুদ্র নৃগোষ্ঠী অন্তর্ভুক্ত কর্মচারীদের ঐচ্ছিক ছুটি

ছুটির পর্বের নামঃ বৈসাবি ও পার্বত্য চট্রগ্রামের অনান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব
ছুটির তারিখঃ ১২/০৪/২০২২ ও ১৫/০৪/২০২২
ছুটির পরিমানঃ ২ দিন

আরো পড়তে পারেন-

নির্দেশাবলীঃ ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য একজন কর্মচারী তার ধর্ম অনুযায়ী বছরে ৩ দিন দেওয়া হয়েছে, তবে প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কতৃপক্ষের পূর্বানুমোদন গ্রহন করতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি, সাপ্তাহিক ছুটির সাথে ঐচ্ছিক ছুটি একত্রে ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে, যা উপরোক্তের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুুটির প্রজ্ঞাপনে উল্লেখিত রয়েছে।

সরকারি ক্যালেন্ডার ও বর্ষপঞ্জি২০২২

বর্ষ পঞ্জিকা বাংলাঃ বাংলাদেশে প্রতিবছর কতদিন সরকারি ভাবে ছুটি থাকে তা নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, সেই অনুযায়ী সকল সরকারি ও আধা-সরকারি অফিস সংবিধিবদ্ধ, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারীদের ছুটি দেওয়া হয়। ২০২২ সালে সরকারি ও আধা-সরকারি অফিস সংবিধিবদ্ধ, স্বায়ত্বশাসিত কর্মচারী কত দিন ছুটি পাবে এক বছরে তার ক্যাল্ডোর শেয়ার করা হবে আজকের পোষ্টে। সরকারি ক্যালেন্ডারের মাধ্যমে বাংলা বছরের কত সাল চলে এখন, কোন মাস চলে তাই ইংরেজি ক্যালেন্ডারের সাথে মিলাতে পারবেন। মূলত বর্ষপঞ্জিকা বাংলা সালের মাস ও বছরের ক্যালেন্ডারকে বুঝি, যা দিয়ে ইংরেজি বছরের মাস, সাল, দিন ও তারিখ মিলাতে পারি।

সরকারি বর্ষপঞ্জি বাঙ্গালী হিসেবে আমাদের অনেক প্রয়োজন, সারা বছরের সরকারি সরকারি ছুটির তালিকাও বর্ষ পঞ্জিকায় দেওয়া থাকে। তাই যারা বাংলা বছরের সরকারি ক্যালেন্ডার বা সরকারি ছুটির ক্যালেন্ডার সন্ধান করতেছেন, নিম্নে সরকারি ক্যালেন্ডার দেওয়া হয়েছে, চাইলে sorkari calendar 2022 ডাউনলোড করে নিতে পারেন।

শেষ কথাঃ আজেকের পোষ্টের মাধ্যেমে সরকারি ক্যালেন্ডার, সরকারি ছুটির তালিকা ও সরকারি ছুটির তালিকা pdf পেয়েছি, আশাকরি আপনাদের লেখা গুলো ভালো লেগেছে, তাই কি ধরনের পোষ্ট আপনারা পড়তে চান তা আমাদের কে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা আপনাদের পছন্দের পোষ্ট লেখার চেষ্টা করবো। ধন্যবাদ!

0Shares

Leave a Comment