যে কোন সিমের ব্যালেন্স ট্রান্সফার করুন খুব সহজে

আপনার ব্যবহৃত সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে চাইলে খুব সহজে যে কারও ফোনে ব্যলেন্স ট্রান্সফার করে পারবেন। সাধারণত ভিবিন্ন জরুরী মুহূর্তে আমাদের যে কারও মোবাইলে টাকা প্রয়োজন হতে পারে, কিন্তু সেই সময় যদি কোন ফ্লেক্সিলোডের দোকান খোলা না পেয়ে থাকেন তখন কি করবেন? হ্যাঁ! আপনার কাছের বন্ধু বা ভাইয়ের মোবাইলে যদি টাকা থাকে, তাদের মোবাইলের ব্যলেন্স থেকে আপনার মোবাইলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এছাড়া সবচেয়ে আমরা বেশি ব্যালেন্স ট্রান্সফার প্রয়োজন পরে তখনি, যখন অন্য একাউন্ট বিকাশ, রকেট, নগদ একাউন্ট থেকে আপনার বিকাশ, রকেট, নগদ একাউন্ট ব্যলেন্স ট্রান্সফার এর সময় ভূল করে রিচার্জ করে ফেলি। একবার ভুল করে রিচার্জ করলে ফেললে ডিরেক্ট টাকা উওোলন করতে পারবেন না আপনি, তাই আপনার সিমে বিকাশ থেকে টাকা সেন্ড মানি করার সময় ভুল করে রিচার্জ করে ফেলা টাকা উওোলন করতে হলে সিমের ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি পড়ুন। বাংলাদেশে  মোট ৫ টি সিম কোম্পানি রয়েছে তাই এক এক কোম্পানির সিমের  সিমের ব্যালেন্স ট্রান্সফার করার এক এক পদ্ধতি। সকল সিমের ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি নিম্নে পড়ুনঃ

জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম

জিপি সিমে কুব সহজে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন? কিন্তু, ব্যালেন্স পদ্ধতি সন্ধান করেও পাননি, তাহলে আপনি সঠিক সাইটে এসেছেন। কারন অনেক সিম ব্যবহারকারী রয়েছেন যারা বিকাশ থেকে মোবাইলে ১০০ টাকা রিচার্জ করতে গিয়ে নিজের মোবাইলে ১,০০০ টাকা রিচার্জ করে ফেলে, কিন্তু আপনার তো ১,০০০ টাকা ব্যালেন্স প্রয়োজন নেই। এই মূহুর্তে আপনি আমাদের দেওয়া পদ্ধতি গুলো অনুসরন করে, আপনার পরিচিত লোকজনদের মোবাইলে ব্যালেন্স ট্রান্সফার করে দিয়ে, তাদের কাছ থেকে টাকা নিতে পারবেন। জিপি সিমে ব্যলেন্স ট্রান্সফার করতে হলে, আপনার জিপি ফোন থেকে ডায়াল করুন *121*1500# এবং ৪ অপশন দেখতে পাবেন আপনি।

আরো দেখতে পারেন- হারিয়ে যাওয়া স্মার্ট ফোন খুঁজে পাওয়ার সহজ উপায় ২০২১

১. রেজিষ্ট্রেশন
২. ট্রান্সফার ব্যালেন্স
৩. চেইন্জ কারেন্ট পিন
৪. এই অপশনটিতে, আপনি কত  টাকা ট্রান্সফার করতে পারবেন তার সীমা জানতে পারবেন।

আপনি ব্যালেন্স ট্রান্সফারের জন্য ১. রেজিষ্ট্রেশন অপশন সিলেক্ট করুন, পরবর্তীতে মেসেজের মাধ্যমে আপনাকে একটি পিন দেওয়া হবে,  ২. ট্রান্সফার ব্যালেন্স সিলেক্ট করুন, যেই নম্বরটিতে ব্যালেন্স ট্রান্সফার করবেন ওই নম্বর ইনসার্ট করুন, পরবর্তীতে এমাউন্ট ইনসার্ট করুন এবং এসএমএস এ আসা পিন দিয়ে রিচার্জ সম্পন্ন করুন।

বিঃদ্র্রঃ প্রতিমাসে সর্বোচ্চ ১০ বার ১০-১০০ টাকা পর্যন্ত ব্যলেন্স ট্রান্সফার করতে পারবেন।

বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম

বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে কিছু নিয়মাবলি রয়েছে যা অনুসরন করলে’ই আপনার মোবাইল ফোনে থাকা ব্যালেন্স খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে *1000# ডায়াল করুন ১. গেট পিন, অপশন সিলেক্ট করুন একটি পিন দেওয়া হবে যা কপি করে রাখুন বা লিখে রাখুন। এবার আবার ডায়াল *1000# ২টি অপশন দেখতে পাবেন 1. balance transfer 2. change pin যেহেতু balance transfer করতে চাচ্ছি সেহেতু 1. balance transfer অপশন সিলেক্ট করবেন, যেই নম্বরটিতে ব্যালেন্স ট্রান্সফার করবেন ওই নম্বর ইনসার্ট করুন, পরবর্তীতে এমাউন্ট ইনসার্ট করুন এবং কপি করা পিন দিয়ে রিচার্জ সম্পন্ন করুন।

আরো পড়ুন- আপনার সিম কার নামে রেজিষ্ট্রেশন করা তা জেনে নিন ২০২১

বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফারে শর্তাবলীঃ

১. রিচার্জের ক্ষেত্রে পূর্ণসংখ্যা হতে হবে যেমনঃ ১০,২০, ৩০ ইত্যাদি! কোনোরকম ভগ্নাংশ থাকা যাবে না।
২. ইমার্জেন্সি ব্যালেন্স বকেয়া থাকলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না।
৩. প্রেরক ও প্রাপকের উভয়ের’ই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসের অন্তর্ভুক্ত থাকতে হবে।
৪.  ১ বার ব্যালেন্স ট্রান্সফার করার পর পরবর্তী ৩০ মিনিটের মধ্যে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না।

বিঃদ্র্রঃ প্রতিমাসে সর্বোচ্চ ১০০০ টাকা,প্রতিদিন ১০-৫০০ টাকা পর্যন্ত ব্যলেন্স ট্রান্সফার করতে পারবেন।

রবি এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার

রবি সিম দিয়ে এখন খুব সহজে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, রবি সিম দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করতে মেসেজ অপশনে গিয়ে  ১২১২০১৮..প্রাপকের নম্বর মেসেজ অপশনে টাকার পরিমান দিয়ে সেন্ড করে দিন, হয়ে যাবে আপনার টাকা ট্রান্সফার। এছাড়া আপনার মোবাইল থেকে ডায়াল করুন *১৪০*৬*১# এরপর টাকার এমাউন্ট দিন, পরবর্তীতে প্রাপকের নম্বর দিন ও সেন্ড বাটনে প্রেস করুন। আপনি চাইলে অন্য আর একটি উপায়ে রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আপনার মোবাইল থেকে ডায়াল করুন *121# এরপর ৪ নম্বর অপশন 4. Jhotpot & balance transfer ক্লিক করুন এরপর আবার 1 নম্বর অপশন balance transfer -এ ক্লিক করুন, টাকার পরিমান দিন ও নম্বর দিন এবং ব্যালেন্স ট্রান্সফার সম্পন্ন করুন।

আরো পড়ুন- অনলাইনে টিন সার্টিফিকেট তৈরি এবং ডাউনলোড করুন | tin certificate

শর্তাবলীঃ
১. প্রতিদিন সবোর্চ্চ ৫০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।
২. একক লেনদেনে সর্বনিম্ম ১০ টাকা এবং সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে।
৩. প্রতিমাসে সর্বোচ্চ ১০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।

এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার

এয়ারটেল সিম দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুব সহজে, তাই  ব্যালেন্স ট্রান্সফার করতে নিম্নের পদ্ধতি অনুসরন করতে পারেন। আপনার এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BTR XXXX (PIN – ঐচ্ছিক) 01645645XXX (গ্রাহকের মোবাইল নম্বার) 50 (টাকার পরিমাণ) এবং পাঠিয়ে দিন ১০০০ নম্বারে।
উদাহরনঃ BTR 01645645XXX 50 পাঠিয়ে দিন ১০০০ নম্বারে।

এয়ারটেল সিম দিয়ে ব্যালেন্স প্রথমবার ট্রান্সফার করার পর এই সেবার জন্য আপনি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনভূক্ত হবেন, এসএমএস এর মাধ্যমে আপনাকে একটি পিন দেওয়া হবে যা পরবর্তীতে ব্যালেন্স ট্রান্সফার করতে প্রয়োজন হবে।
উদাহরনঃ BTR 2580(পিন) 01645645XXX 50 পাঠিয়ে দিন ১০০০ নম্বারে।

আরো পড়ুন- Gp,Robi,Banglalink,Airtel,Teletalk Balance and Number Check Code 2021

শর্তাবলীঃ 
১. দিনে সবোর্চ্চ ৫০০ টাকা রিচার্জ করতে পারবেন।
২. একক লেনদেনে সর্বনিম্ম ১০ টাকা এবং সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে।
৩. প্রতিমাসে সর্বোচ্চ ১০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।

টেলিটক সিমে ব্যালেন্স ট্রান্সফার

আপনি কি টেলিটক সিম ব্যবহার করেন কিন্তু নিজের প্রিপেইড সিম থেকে অন্য প্রিপেইড সিমে ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি না জেনে থাকলে আজকের পোষ্টের মাধ্যমে জানতে পারবেন। বাংলাদেশে মোট ৫টি সিম কোম্পানি রয়েছে ৫ টি কোম্পানিতে সিমের ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি চালু রয়েছে আমরা অনেকেই পদ্ধতি গুলো জানি আবার অনেকেই জানি না। যারা না জানেন তারা টেলিটক সিমের ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি পড়তে পারেন। টেলিটক সিম দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করতে ডায়াল করুন  *১২৪*পিন*টাকার পরিমাণ*গ্রহীতার ফোন নম্বর# আপনার রিচার্জ সম্পন্ন হয়ে যাবে।

আরো পড়ুন- অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২১

শর্তাবলীঃ 
১. দিনে সবোর্চ্চ ৫০০ টাকা রিচার্জ করতে পারবেন।
২. একক লেনদেনে সর্বনিম্ম ১০ টাকা এবং সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে।
৩. ১২৩৪ অথবা ১২৩৪৫৬৭৮ ডিফল্ট পিন হিসেবে ব্যবহার করতে হবে।
৪. প্রতিমাসে সর্বোচ্চ ১০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।

জিপি সিমে MB (এমবি) ট্রান্সফার করুন

জিপি সিমে খুব সহজে এমবি ট্রান্সফার করুন খুব সহজে, অনেকের’ই জিপি সিমে পর্যাপ্ত পরিমান এমবি, মিনিট, এসএমএস  ইত্যাদি! থাকে। যা আপনার বন্ধুদের কাছে কি শেয়ার করতে পারবেন? না! কারন জিপি সিম কোম্পানি তাদের কাষ্টমারের নম্বর থেকে এমবি, মিনিট, এসএমএস ট্রান্সফার করার পদ্ধতি চালু করে নি। তবে আপনি চাইলে বন্ধুদেরকে এমবি, মিনিট, এসএমএস গিফট দিতে পারবেন মাই জিপি অ্যাপের মাধ্যমে। প্লে স্টোর থেকে মাই জিপি অ্যাপ ইনস্টল করুন, আপনার ফোন নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করুন, রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে সার্চ অপশনে “Pack Gifting” সার্চ করুন, পছন্দের প্যাকেজ সিলেক্ট করুন, যার নম্বরে গিফট করতে চাচ্ছেন তার নম্বর ইনসার্ট করুন এবং গিফট/এমবি ট্রান্সফার সম্পন্ন করুন।

বিঃদ্রঃ Pack Gifting করতে হলে অব্যশই জিপি টু জিপি নম্বর হতে হবে।

জিপি সিমে এমবি ট্রান্সফার

বাংলালিংক সিমে MB(এমবি) ট্রান্সফার

আপনার বাংলালিংক সিম থেকে এমবি, এসএমএস, মিনিট প্যাকেজ ট্রান্সফার করুন খুব সহজে। আপনি যদি বাংলালিংক সিমের এমবি ট্রান্সফার পদ্ধতি সন্ধান করে থাকেন তাহলে আপনি সাঠিক পােষ্ট পড়তেছেন। বাংলালিংক সিম থেকে কি সত্যিই এমবি ট্রান্সফার যায়? হ্যা! যায় তবে আপনার সিমের ইন্টারনেট ব্যালেন্স থেকে ট্রান্সফার করতে পারবেন না, যদি আপনার সিমে টাকা থাকে তাহলে, আপনার সিমের ব্যালেন্স দিয়ে আপনাদের বন্ধুকে এমবি গিফট করতে পারবেন। বাংলালিংক সিমে এমবি গিফট করতে আপনার ফোন থেকে  *৫০০০*৫৫*২# ডায়াল করে নির্দেশনা অনুসরণ করে এমবি ট্রান্সফার করতে পারবেন। একদিনে সর্বোচ্চ ২৫ এমবি আপনি ট্রান্সফার করতে পারবেন। চেক করতে অনুগ্রহ করে ডায়াল করুন *৫০০০*৫০০#, মেয়াদ ৪ দিন।

আরো পড়ুন- রবি জিপি বাংলালিংক এয়ারটেল টেলিটক সিমের সকল ব্যালেন্স চেক কোড

বিঃ দ্রঃ ২৫ mb ট্রান্সফার করার সময় আপনার সিমের ব্যালেন্স দিয়ে নির্দিষ্ট একটি ফি কর্তন করা হবে।

এয়ারটেল সিমে MB(এমবি) ট্রান্সফার

আপনার এয়ারটেল সিমের এমবি ট্রান্সফার করতে চাচ্ছেন? হ্যাঁ! আপনার সিমের Mb ট্রান্সফার করতে পারবেন তবে কিছু শর্তাবলী রয়েছে, আপনার সিমের ইন্টারনেট ব্যালেন্স সরাসরি অন্য কাউকে ট্রান্সফার করতে পারবেন না। কারন এমন সিস্টেম বাংলাদেশের কোন সিম কোম্পানি’ই চালু করে নি। তবে Pack Gifting করতে পারবেন আপনার ফোনের ব্যালেন্স দিয়ে অন্য যে কাউকে, সেক্ষেত্রে উভয়ের এয়ারটেল নম্বর হতে হবে। আপনি *1212# ডায়াল করে “Gifting” সিলেক্ট করুন। এরপর ডাটা অথবা ভয়েস সিলেক্ট করে এভেইল্যাবল প্যাক গুলো থেকে আপনার পছন্দের প্যাক টি বাছাই করে যে নাম্বারে গিফট করতে চাচ্ছেন সে নাম্বার লিখে পরবর্তি নির্দেশনা অনুসরণ করুন।

আরো পড়ুন- জিপি সিমের নতুন মিনিট অফার ২০২১ | gp minute offer

বিঃ দ্রঃ mb ট্রান্সফার করার সময় আপনার সিমের ব্যালেন্স দিয়ে নির্দিষ্ট একটি ফি কর্তন করা হবে।

রবি সিমে MB(এমবি) ট্রান্সফার

রবি সিমে এমবি ট্রান্সফার করতে চাচ্ছেন, খুব সহজেই রবি সিমে এমবি ট্রান্সফার করতে পারবেন। তবে আপনার সিমে থাকা ব্যালেন্স দিয়ে সরাসরি এমবি ট্রান্সফার করতে পারবেন না, এমন পদ্ধতি রবি কোম্পানি চালু করেনি। কিন্তু আপনার সিমের ব্যালেন্স দিয়ে যে কাউকে এমবি গিফট করতে পারবেন। এই সার্ভিসটি উপভোগ করতে “মাই রবি অ্যাপ” এ লগইন করার পর “কুইক লিংকস ” থেকে “মাই প্ল্যান/গিফ্ট” অপশন এ গিয়ে আপনার পছন্দমত ডাটা/ভয়েস/এসএমএস বান্ডেল বানিয়ে, “সেন্ড গিফট” অপশনটি সিলেক্ট করুন। এরপর যেই রবি নম্বর এ গিফট করতে চাচ্ছেন সেই রবি নম্বরটি লিখুন এবং সেন্ড করুন।

আরো পড়ুন- বাংলালিংক মিনিট অফার ২০২১ | Banglalink Minute Offer

বিঃ দ্রঃ mb ট্রান্সফার করার সময় আপনার সিমের ব্যালেন্স দিয়ে নির্দিষ্ট একটি ফি কর্তন করা হবে।

শেষ কথাঃ রবি বাংলালিংক, জিপি, এয়ারটেল, টেলিটক সিমের ব্যালেন্স ও ইন্টারনেট ট্রান্সফার পদ্ধতি আজকের পোষ্টের মাধ্যমে জানতে পেরেছেন। আশাকরি লেখাগুলো আপনাদের ভালো লেগেছে তাই সবার মাঝে আমাদের পোষ্ট শেয়ার করুন। ধন্যবাদ!

0Shares

Leave a Comment