হারিয়ে যাওয়া ভোটার আইডি ডাউনলোড করার নিয়ম ২০২৩

বর্তমানে ভোটার আইডি কার্ড আমাদের একটি গুরুত্বপূর্ন জিনিস, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিমূহুর্তে প্রয়োজন পরে। তাই যদি আপনার প্রয়োজনীয় ভোটার আইডি কার্ড হারিয়ে যায় তাহলে তা ‍কিভাবে পূনরায় সংগ্রহ করবেন তা নিয়েই আমাদের আজকের পোষ্ট। ভোটার হওয়ার ৩ থেকে ১ মাসের মধ্যে নির্বাচন কমিশন কমিশন আপনার কাগজের ভোটার আইডি কার্ড বা স্মার্ট এন আইডি আপনার উপজেলার নিবার্চন কমিশন অফিসে পাঠিয়ে থাকে , তারপর তা আপনার এলাকার মেম্বার বা ওয়ার্ড কমিশনারের মাধ্যমে আপনাদের এনআইডি কার্ড প্রদান করা হয়।

আপনার এলাকার মেম্বার বা ওয়ার্ড কমিশনারের নিকট থেকে গ্রহনকৃত এনআইডি কার্ড হারিয়ে গেলে তা অনলাইনের মাধ্যমে বের করতে হবে। হারানো আইডি কার্ড বের করতে কয়েকটি পদক্ষেপ অনুসরন করতে হবে যা নিচে দেওয়া হলো।

১. services.nidw.gov.bd আপনার ভোটার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা
২. অনলাইনে জিডি করা
২. ফি প্রদান করা

services.nidw.gov.bd এ রেজিস্ট্রেশন করার নিয়মঃ services.nidw.gov.bd ওয়েব সাইট ভিজিট করুন, আপনার ভোটার আইডি কার্ড নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে এরপর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে।

পরবর্তী পেজে এসে এমন একটি নিচের ছবির মত একটা এন্টারফেস দেখতে পাবেন, সেখানে আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিতে হবে। সর্বোচ্চ ৩ বার ভুল করলে আপনার একাউন্ট লক করে দেওয়া হবে তাই সর্তকতার সাথে আপনার সঠিক তথ্য দিয়ে সাবমিট করুন এর পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে।

বিঃ দ্রঃ একাউন্ট লক করে ফেললে ১০৫ নম্বরে কল দিয়ে আপনার সঠিক তথ্য দিয়ে একাউন্ট আনলক করতে হবে।

৩য় ধাপে এসে আপনার ফোন নম্বর একটি ওটিপি পাঠাবে যেকোড আপনাকে শূুন্য বক্সে বসাতে হবে। যদি ভোটার হওয়ার সময় যে সিম নম্বর দিয়েছেন যদি ওই নম্বর হারিয়ে যেয়ে থাকে, তাহলে মোবাইল পরিবর্তন অপশনে ক্লিক করুন, এরপর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে।

৪র্থ নম্বর ধাপে আসার পর Nid Wallet অ্যাপ ডাউনলোড করে, আপনার পিসি অথবা মোবাইলে থাকা প্রদর্শিত QR কোডটি স্ক্যান করুন সঠিক থাকে স্ক্যান করা হলে আপনার ফোনের ক্যামেরা চালু হয়ে যাবে, অ্যাপে দেওয়া নিয়মাবলি অনুসরন করে আপনার ফেস ক্যান করুন, তবে অন্য কারও ফেস দিলে তাহলে পরবর্তী পেজে অক্ষম হবে। তাই রিয়েল লোকের ফেস স্ক্যান করতে হবে।

আরো পড়ুনঃ

৫ম ধাপে আসলে আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড সেট করতে সাজেস্ট করবে চাইলে আপনি এটি এরিয়ে যেতে পারেন, তবে যারা ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করবেন তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড অব্যশই সেট করে নিবেন। নিচে দেওয়া প্রোফাইলের মত একটি প্রোফাইল দেখতে পাবেন যেখানে ৪ টি অপশন দেখতে পাবেন ১. প্রোফাইল ২. রিইস্যু ৩. পাসওয়ার্ড পরিবর্তন ৪. ডাউনলোড

হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে আপনার প্রোফাইলের ডাউনলোড বাটনে ক্লিক করুন যদি ভোটার আইডি কার্ড ডাউনলোড হয় তাহলে তো সম্পন্ন আপনার কাজ সম্পন্ন। যদি ভোটার আইডি ডাউনলোড হতে সমস্যা হয় তাহলে রিইস্যু বাটনে ক্লিক করুন পুনর্মুদ্রণ এর কারন সিলেক্ট করুন,ভোটার আইডি হারিয়ে গেছে অপশন সিলেক্ট করে অনলাইনে জিডি gd.police.gov.bd করুন, অনলাইনে জিডি সম্পন্ন হলে আপনাকে একটি পিডিএফ দিবে যার মধ্যে ডিডি নম্বর, আপনি যেই থানা সিলেক্ট করেছেন সেই থানার নাম, পুলিশ অফিসারের নাম পদবী, জিডির তারিখ ইত্যাদি থাকবে যা এনআইডি রিইস্যু করার সময় প্রয়োজন পরবে যা নিচের স্কিনশর্টে দেখতে পারেন।

ট্র্যানজেশন অপশনঃ বিকাশ পেমেন্ট অপশনে গিয়ে আবেদনের ধরন সিলেক্ট করে আপনার ভোটার আইডি কার্ড নম্বর দিয়ে পেমেন্ট করে দিন। আপনি কতটাকা বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করবেন তা ক্যালকুলেশন করতে সমস্যা হলে Fee Calculation অপশনে ক্লিক করে ফি ক্যালকুলেশন করে নিতে পারেন।

কাগজপত্রঃ কাজপত্র অপশনে গিয়ে আপনার ডিডি কপি আপলোড দিন, যদি আরো প্রওয়াজনীয় কাগজপত্র নাম উল্লেখ্য থাকে তাহলে তা আপলোড করুন।

নিশ্চিত করুনঃ সকল তথ্য সাবমিট করার পর প্রিভিউ দেখানো হবে, সবকিছু ঠিক থাকলে কনটিটিনিউ করতে পারেন।

রিইস্যু সম্পন্ন হতে ২-৩ মাস লাগতে পারে, আপনার ভোটার আইডি কার্ড রিইস্যু সম্পন্ন হলে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করে ডাউনলোড অপশনে ক্লিক করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

ভোটার স্লিপ নম্বর দিয়ে চেক করলে ভুল দেখায়?

সমাধানঃ ভোটার স্লিপ নম্বর দিলেও তথ্য ভুল দেখায় অনেকের তাই আপনার ভোটার স্লিপ নম্বর এর আগে NIDFN বসাবেন, যেমনঃ NIDFN25462525 আশাকরি আর তথ্য ভুল দেখাবে না।

ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করার নিয়ম

ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করতে হলে আপনাকে Nid service সাইটে আপনার ভোটার আইডি কার্ড নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিষ্ট্রেশন করার পদ্ধতি উপরে দেওয়া রয়েছে। আপনার একাউন্ট রেজিস্ট্রেশন করা হলে প্রোফাইল বাটন নামক একটা অপশন দেখতে পাবেন যেখানে ক্লিক করতে হবে, কি সংশোধন করবেন তা উল্লেখ্য করুন, আবেদন ফি জমা দিন যা উপরে লেখা রয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন (যেধরনের কাগজ লাগবে তা উল্লেখ্য করা থাকবে ) কি ভুল মডিফাই করতেছেন তার প্রিভিউ দেখাবে তা কনফার্ম করুন ২/৩ মাসের মধ্যে আশাকরি আপনার ভোটার আইডির ভুল সংশোধন দেওয়া হবে এবং আপনাকে মেসেজ দেওয়া হবে যখন ভুলসংশোধন সম্পন্ন হবে। ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করতে সমস্যা হলে এই পোস্টে ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন এর বিস্তারিত দেওয়া রয়েছে তা পড়তে পারেন আশাকরি, আপনার ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করতে পারবেন খুব সহজে।

ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয়?

আপনি যখন ভোটার হবেন তখন আপনাকে একটি স্লিপ দেওয়া হবে যেখানে ভোটার স্লিপ নম্বর দেওয়া হবে, যার মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি আমার ভোটার স্লিপ হারিয়ে ফেলি তাহলে তো অনলাইনের মাধ্যমে তো আমার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবো না, এটা অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে এবং এটি নিয়ে নানান সমস্যায় পড়তে হয় আমাদের। তাই আজকের পোষ্টের মাধ্যমে জানবো ভোটার স্লিপ হারিয়ে গেলে ভোটার আইডি ডাউনলোড করার নিয়ম, ভোটার স্লিপ হারিয়ে গেলে ভোটার আইডি কার্ড বের করতে কয়েকটি পদক্ষেপ অনুসরন করতে হবেঃ ১. ১০৫ কল দেওয়া ২. উপজেলা নিবার্চন কমিশন অফিসে যোগাযোগ করা ৩. এসএমএস এর জন্য অপেক্ষা করা

১. ১০৫ কল দেওয়াঃ ১০৫ হলো নির্বাচন কমিশনের অফিশিয়াল নম্বর ওখানে কল দিয়ে আপনার সমস্যার কথা বলুন তারা আপনাদের কাছে প্রয়োজনীয় তথ্য চাইবে যদি আপনি তা দিতে পারেন তাহলে তারা আপনার এনআইডি নম্বর আপনাকে বলে দিবে বা যেই নম্বর দিয়ে কল দিয়েছেন সেই নম্বরে এন আইডি নম্বর মেসেজ দিয়ে দিবে।
বিঃ দ্রঃ ১০৫ এ কল দেওয়ার পূর্বে আপনার জন্মসনদ ও পিতা মাতার এন আইডি কার্ড এর তথ্য কাছে রাখবেন।

২. উপজেলা নিবার্চন কমিশন অফিসে যোগাযোগ করা: আপনার ভোটার স্লিপ হারিয়ে গেলে উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে সর্বশেষ ভোটার হালনাগাদ তথ্য দেখেতে পারেন, ভোটার হালনাগাদ চেক করে দেখবেন আপনার ওয়ার্ড নং, আপনার নাম, পিতার নাম, মাতার নাম ও ভোটার নম্বর দেওয়া থাকবে। আপনার ভোটার নাম্বার সংগ্রহ করা হলে Nid service ওয়েব সাইটে গিয়ে ওপরে দেওয়া পদ্ধতি অনুসরন করে আপনার ভোটার আইডি ডাউনলোড করতে পারেন।

৩. এসএমএস এর জন্য অপেক্ষা করা: ভোটার হওয়ার সময় আপনার তথ্য সাবমিট করার সময় আপনার ফোন নেওয়া হয় যাতে করে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রস্তুত হলে আপনার সিমে ভোটার নম্বর মেসেজ করে দেওয়া হবে, মেসেজ পাওয়া মাত্রই এনআইডি নম্বর ব্যবহার করে অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

শেষ কথাঃ আশাকরি আমাদের লেখা আপনাদের ভালো লেগেছে, আরও কি ধরনের পোস্ট পড়তে তা কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের পোস্ট লেখার চেস্টা করবো। ধন্যবাদ!!

0Shares

Leave a Comment