ফেসবুক বুস্টিং করার নিয়ম ২০২৩

আমরা যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতে চাই তাদের জন্য ফেনবুক বুস্টিং করার নিয়ম জানা খুবই জরুরী। কারন আপনি আপনার বাসায় বসেই কিছু টাকা খরচ করে, আপনার ব্যবসার প্রচার-প্রচারণা সাথে উপার্জন করতে পারবেন খুব সহজে।

ফেসবুক এ বুস্টিং করে কি উভয়’ই লাভবান হয়?

হ্যাঁ! যিনি টাকা দিয়ে তার প্রোডাক্ট বুস্ট করিয়ে থাকে তিনিও লাভবান হন এবং ‍যিনি বুস্টিং সার্ভিস দিয়ে থাকেন তিনিও লাভবান হন।, বুস্টিং এর ব্যাপক চাহিদা রয়েছে আমাদের দেশে, ১ বার বুস্ট করার পর যিনি অডিয়েন্স টার্গেট করে প্রোডাক্ট বুস্ট করেছেন, তার পেজে অথেনটিক ফলোয়ার আসবে, মানে আপনি আপনার পেজের জন্য যে ধরনের অডিয়েন্স টার্গেট করে বুস্ট করেছেন কিংবা যাদের কাছে প্রোডাক্ট সেল করেছেন তারা আপনার পেজ এ লাইক দিয়ে ফলোয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার আর তেমন কস্ট করে আর কাস্টমার খুঁজতে হবে না। পূর্বে যাদের কাছে আপনার প্রোডাক্ট সেল করেছেন তাদের কাছে আপনার নতুন প্রোডাক্ট এর পোস্ট আপনার পেজে দিবেন বা পেজের মাধ্যমে মেসেজ পাঠালে তারা আপনার কাছ থেকে আবারও প্রোডাক্ট কিনবে।

যিনি বুস্টিং সার্ভিস যিনি দিয়ে থাকেন তার লাভঃ যিনি বুস্টিং সার্ভিস দিয়ে থাকেন তার কি লাভ এই প্রশ্নটি অনেকের ই থেকে যায়। মূলত, যারা ফেসবুক এড ক্যাম্পেইন নিয়ে কাজ করে তারা বিভিন্ন ই’ওয়াললেট এর কার্ড ইউজ করে, এছাড়াও আমাদের দেশের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নিয়ে আপনিও ফেসবুক বা গুগল এডস ক্যাম্পেইন চালু করতে পারবেন, তবে আপনার পাসপোর্ট থাকা (পেওনিয়ার, পেপাল, নেটেলার, স্কিল ইত্যাদি) যার মাধ্যমে ফেসবুককে তারা পেমেন্ট করে থাকে। যেমন তিনি ডলার রেট কিনে ১১৫ টাকায় আপনার এড এর ডলার রেট ধরে ১৪০ টাকা মাঝে তিনি ২৫ টাকা করে প্রতি ডলারে লাভবান হয়ে থাকেন। আপনি চাইলে ফেসবুক এড ক্যাম্পেইন ব্যবসা করতে পারেন শুধু একটি পেওনিয়ার এ একটি একাউন্ট করবেন এবং একটি ভার্চুয়াল কার্ড ব্যবহার করে, শুধু বাৎসরিক ৫৯ ডলার দিতে হবে পেওনিয়ার ইউজ করলে। আশাকরি বুঝতে পেরেছেন যারা ফেসবুক এড ক্যাম্পেইন নিয়ে কাজ করে তারা কিভাবে বিজনেস করে।

কিভাবে বুস্ট করতে হয়?

ফেসবুকে কিবাবে বুস্ট করতে হয়, এটি আমরা অনেকেই জানি কিংবা অনেকেই জানি না। মূলত ফেসবুকে, ইউটিউভ বা গুগল প্লাটফ্রমে বুস্ট করতে হলে প্রথমত আপনাকে একটি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড নিতে হবে, আমাদের দেশে যে সকল ব্যাংক আছে তাদের থেকে আপনার পাসপোর্ট দিয়ে একটি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নিতে পারেন পেমেন্ট করার জন্য এবং আপনার ফেসবুক এড ম্যানেজারে আপনার কার্ড এড করতে হবে। বিস্তারিত স্কিনশর্টে দেখুন…

১. আপনার ফেসবুক পেজে পেজে প্রবেশ করুন এবং যেই পোস্ট আপনি প্রমোট করতে চাচ্ছোন, সেই পোস্টের নিচে দেখতে পাবেন বুস্ট পোস্ট নামক একটি অপশন ওখানে ক্লিক করতে হবে।

২. ২য় পেজে নিয়ে আসলে এমন একটি পেজ দেখতে পাবেন শুধু নিচের হলুদ চিন্হিত অপশনে ক্লিক করে, আপনার কি রিলেটেড client/অডিয়েন্স চান তা সার্চ করে সিলেক্ট করুন,অডিয়েন্স এইজ অডিয়েন্স এবং অডিয়েন্স জেন্ডার ডিফল্ট ভাবে অল দেওয়া খাকে আপনি কাস্টমভাবে সেভ করে দিন। এরপর বুস্ট পোস্ট নাউ অপশনে ক্লিক করুন, কিছুক্ষন অপেক্ষা করুন আপনার পোস্ট বুস্ট এর জন্য উপযুক্ত হলে আপনার পোস্ট এপরোভ করা হবে।

শেষ কথাঃ ফেসবুকে কিভাবে বুস্ট করতে হয় আশাকরি বুঝতে পেরেছেন, পোষ্ট ভালো-লাগলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

0Shares

Leave a Comment