স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (২২৬ জন)

dghs job circular: স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ৪থ স্বাস্থ্য, জন সংখ্যা পুষ্টি সেক্টর কর্মসূচি এর আওতাধীন অল্টারনেটিভ মেডিকেল কেয়ারর শীর্ষক আপারেশন প্লানের অর্ন্তভূক্ত কিছু শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। স্বাস্থ্য অধিদপ্তরের চাকরির সার্কুলারে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্ধা আবেদন করতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগে ৫ টি ক্রমিক নং এ মোট ২২৬ জনড়েক নিয়োগ দিয়েছে।

অল্টারনেটিভ মেডিকেল কেয়ার নিয়োগ

HPNSP এর আওতাধীন অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) প্লানের অন্তভুক্ত প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগে উল্লেখিত শর্তাঅনুযায়ী বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনের নিয়ম ও আবেদন ফি কত টাকা তার বিস্তারিত নিম্নে তুলেধরা হলোঃ

আরো পড়তে পারেন-

স্বাস্থ্য অধিদপ্তর নতুন নিয়োগ ২০২২

প্রতিষ্ঠানের নামঃ অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (স্বাস্থ্য অধিদপ্তর)
পদের নামঃইন্সপেক্টর (ইউনানী-৩, আয়ুর্বেদিক-৩, হোমিও-৩), কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, হিসাব সহকারী ও কম্পাউন্ডার
পদের সংখ্যাঃ২২৬ জন
শিক্ষাগত যোগ্যতাঃএইচএসসি পাশ – স্নাতক পাশ
বয়সঃ১৮-৩০
আবেদন ফিঃ ৫০০/=
আবেদন পদ্ধতিঃ ldamc মাধ্যমে নির্ধারিত ফরম পূরন করে আবেদন করতে পারেবন।
আবেদনের সময়সীমাঃ০৬/০২/২০২২ থেকে ২৮/০৪/২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

[button color=”primary” size=”small” link=”http://ldamc.teletalk.com.bd/home” icon=”” target=”false” nofollow=”true”]Apply Now[/button]

আবেদনের শর্ত ও নিয়মাবলীঃ

১ মার্চ ২০২২ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে।

প্রার্থীকে http://ldamc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে Online Application Form এর মাধ্যমে আগামী ২৮/০৪/২০২২ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোন আবেদন পত্র গ্রহন করা হবে না।

প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ প্রতি আবেদনে ৫০০.০০ টাকা (অফেরত যোগ্য) টেলিটক এর মাধ্যমে নির্দেশিত পদ্ধতিতে আবেদনপত্র দাখিল করার ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

একজন প্রার্থী শুধুমাত্র ০১ (এক) টি পদের জন্য আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়ায় কোন ধরনের তদবির অথবা আর্থিক লেনদেনের অপচেষ্টা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dghs.gov.bd) মাধ্যমে এবং প্রার্থীর মোবাইল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শনের জন্য নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে এবং সরকারি গেজেটেড ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০১ (এক) কপি করে জমা দিতে হবে।

ক) ডাউনলোডকৃত Application Copy
খ) শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার মূল/সাময়িক সনদ পত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) এর কপি।
গ) সিটি কর্পোরেশন/ পৌরসভা/ইউনিয়ন পরিষদের নাগরিকত্বের ক্ষেত্রে যথাক্রমে কাউন্সিলর/মেয়র/চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদপত্র।

বিস্তারিত জানতে স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন…

0Shares

Leave a Comment