দুগ্ধ উৎপাদনকারী সমাবয় লিঃ মিল্কভিটা নিয়োগ বিজ্ঞপ্তি

milk vita jobs circular: বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমাবয় ইউনিয়ন মিল্কভিটা সম্প্রতি শূন্য পদ পূরনের জন্য কিছু সংখ্যাক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। উক্ত শূন্য পদসমূহে আবেদনের আগ্রহী প্রার্থী অনলাইনের মাধ্যমে করতে পারবেন। মোট ১১ টি ক্যাটিগরিতে ৬১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, তাই নিম্নে আবেদনের পদ্ধতি সক্রান্ত সকল তখ্য নিচে দেওয়া হয়েছে, আবেদনের আগ্রহী প্রার্থী নিচের আবেদরন পদ্ধতি দেখে খুব সহজেই আবেদন করতে পারবেন।

মিল্কভিটা সকল চাকরির খবর তাদের অফিমিয়াল ওয়েব সাইটে আপডেট দিয়ে থাকে, তাই আপনি যদি মিল্কভিটায় চাকরির করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই পেজ অনুসরন করলেই মিল্ক ভিটার সকল চলমান চাকরির খবর দেখতে পাবেন। আপনি যদি সরকারী ও বেসরকারী চাকরির খবর খুঁজে থাকেন তাহলে, আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন।

milk vita jobs circular 2022

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক(প্রানী চিকিৎসক)
বেতনঃ ২২,০০০ – ৫৩,০৬০/=
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক(উৎপাদন/সমিতি/সিডিটি/পশ প্রজনন)
বেতনঃ ২২,০০০ – ৫৩,০৬০/=
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক রক্ষাবেক্ষন (তড়িৎ ও যান্তিক)
বেতনঃ ২২,০০০ – ৫৩,০৬০/=
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (সিভিল)
বেতনঃ ২২,০০০ – ৫৩,০৬০/=
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (আর্কিটেকচার)
বেতনঃ ২২,০০০ – ৫৩,০৬০/=
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (পরিবহন)
বেতনঃ ২২,০০০ – ৫৩,০৬০/=
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (সিএসই)
বেতনঃ ২২,০০০ – ৫৩,০৬০/=
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক ( বিপণন)
বেতনঃ ২২,০০০ – ৫৩,০৬০/=
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা উন্নয়ন)
বেতনঃ ২২,০০০ – ৫৩,০৬০/=
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (মান নিয়ন্ত্রন)
বেতনঃ ২২,০০০ – ৫৩,০৬০/=
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক
বেতনঃ ২২,০০০ – ৫৩,০৬০/=
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ (নিরীক্ষা)

মিল্কভিটা চাকরির খবর – Jobs Circular

আবেদনের মাধ্যমঃ অনলাইন
আবেদন শুরুঃ ০৫/০৯/২০২২ সকাল ১০ টা
আবেদনের শেষ সময়ঃ ০৪/১০/২০২২ বিকাল ৫টা পর্যন্ত

আবেদনের নিয়মঃ টেলিটক ওয়েবসাইট milkvita.teletalk.com.bd গিয়ে নির্ধারিত ফরম পূরন করে আবেদন সম্পন্ন করতে হবে, অ্যাপ্লিকেশন কপি থাকা ইউজার আইডি বরাবর টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১০০০ পরীক্ষার ফি বাবদ প্রদান করতে হবে।

বিস্তারি জানতে মিল্কভিটা অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ুন…

0Shares

Leave a Comment