বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সকল প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বৃদ্ধির জন্য শূন্য পদে লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। পরমাণু শক্তি কমিশন সাম্প্রতিক শূন্য পদসমূহ পূরেনের লক্ষে অস্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। মোট ১৩ টি পদে ৯৮ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, নিম্নবর্ণিত শূন্য পদে  সর্তসাপেক্ষে প্রকৃত  বাংলাদেশর প্রকৃত নাগরিদের নিকট দরখাস্ত আহব্বান করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে চাইলে আপনিও আবেদন করতে পারবেন, বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞ আপনার থাকলে যথাযথ সময়ের ভিতরে আবেদনপত্র পরমানু শক্তি কমিশনের দেওয়া ঠিকানায় পৌছাতে হবে। পরমাণু শক্তি কমিশনের সকল চাকরির খবর এখানে আপডেট দেওয়া হয়ে থাকে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরিচিতিঃ বাংলাদেশ পরমানু শক্তি কমিশন সংস্থাটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং যা একটি বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান।

baec jobs Circular 2021

পদের নামঃ সায়েন্টিফিক এ্যাসিসটেন্ট-১
পদের সংখ্যাঃ ৭টি
শিক্ষাগত যোগ্যতা ও অনান্য যোগ্যতাঃ এইচএসসি (বিজ্ঞান) অথবা এসএসসি (বিজ্ঞান) সহ সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ন্যূনতম ০৬ (ছয়) মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

পদের নামঃ টেকনিশিয়ান-১
পদের সংখ্যাঃ ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অনান্য যোগ্যতাঃ এইচএসসি (বিজ্ঞান) অথবা এসএসসি (বিজ্ঞান) সহ সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে পুরকৌশল/তড়িৎ/যান্ত্রিক/অটো-মেকানিক্স/অটো-ইলেকট্রিক/প্লাম্বিং/এয়ারকন্ডিশনিং/পাইপ ফিটিং/লিফট অপারেটিং/পাম্প অপারেটিং/ফার্মেসি বিষয়ে ন্যূনতম ০৬ (ছয়) মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

পদের নামঃ স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অনান্য যোগ্যতাঃ এইচএসসি পাস এবং কম্পিউটার-এ ওয়ার্ড প্রসেসিংসহ প্রতি মিনিটে সর্বনিম্ন শর্টহ্যান্ড ইংরেজিতে ১০০ ও বাংলায় ৪০ এবং টাইপিংয়ে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম শ্রেণীর ডিপ্লোমাসহ অন্যান্য পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে।

পদের নামঃ লাইব্রেরি অ্যাসিসট্যান্ট
পদের সংখ্যাঃ ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অনান্য যোগ্যতাঃ  গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম শ্রেণীর ডিপ্লোমাসহ অন্যান্য পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে।

[box type=”info” align=”” class=”” width=””]আরো পড়ুনঃ সাপ্তাহিক চাকরির খবর[/box]

পদের নামঃ স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অনান্য যোগ্যতাঃ এসএসসি পাস এবং কম্পিউটার-এ ওয়ার্ড প্রসেসিংসহ প্রতি মিনিটে সর্বনিম্ন শর্টহ্যান্ড ইংরেজিতে ৮০ ও বাংলায় ৩০ এবং টাইপিংয়ে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

পদের নামঃসায়েন্টিফিক এ্যাসিসটেন্ট-২
পদের সংখ্যাঃ ১৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অনান্য যোগ্যতাঃ এইচএসসি (বিজ্ঞান) অথবা এসএসসি (বিজ্ঞান) সহ সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ন্যূনতম ০৬ (ছয়) মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

পদের নামঃ টেকনিশিয়ান-২
পদের সংখ্যাঃ ৮টি
শিক্ষাগত যোগ্যতা ও অনান্য যোগ্যতাঃ এইচএসসি (বিজ্ঞান) অথবা এসএসসি (বিজ্ঞান) সহ সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ন্যূনতম ০৬ (ছয়) মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

পদের নামঃকম্পিউটার টাইপিস্ট
পদের সংখ্যাঃ ১০টি
শিক্ষাগত যোগ্যতা ও অনান্য যোগ্যতাঃ এসএসসি পাশ এবং কম্পিউটার-এ ওয়ার্ড প্রসেসিংসহ টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ৩০, বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।

পদের নামঃ ল্যাবরেটরী এ্যাটেনড্যান্ট
পদের সংখ্যাঃ ২০টি
শিক্ষাগত যোগ্যতা ও অনান্য যোগ্যতাঃ এসএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ০৬ (ছয়)। মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত।

পদের নামঃড্রাইভার্স মেট/বাস হেলপার
পদের সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অনান্য যোগ্যতাঃ ড্রাইভিং লাইসেন্সসহ মোটর যন্ত্রাংশ সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে।

পদের নামঃ জেনারেল এ্যাটেনড্যান্ট-২
পদের সংখ্যাঃ ১৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অনান্য যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস।

পদের নামঃসিকিউরিটি এ্যাটেনড্যান্ট-২
পদের সংখ্যাঃ ১১টি
শিক্ষাগত যোগ্যতা ও অনান্য যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস। নিরাপত্তা কাজে অভিজ্ঞতাসম্পন্ন সেনাবাহিনী/বিডিআর/পুলিশ/আনসার হতে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।

পদের নামঃ  স্যানিটারী এ্যাটেনড্যান্ট-২
পদের সংখ্যাঃ ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অনান্য যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস।

[button color=”primary” size=”small” link=”https://drive.google.com/file/d/1qH8DJ00ZOrtGhDOHDMDeHnOhtXDoqJsC/view?usp=sharing” icon=”” target=”false” nofollow=”true”]আবেদন ফরম [/button]

আবেদনের নিয়মঃ ২৪/১০/২০২১ অফিস চলাকালীন সময়ের মধ্যে  আবেদনপত্র পরমানু শক্তি কমিশনের দেওয়া ঠিকানায় পৌছাতে হবে।
পরমাণু শক্তি কমিশনের ওয়েব সাইটঃ baec.gov.bd
আবেদনের মাধ্যমঃ ডাগযোগে
আবেদনের শেষ সময়ঃ ২৪ অক্টোবর ২০২১

বিস্তারিত জানতে পরমাণু শক্তি কমিশনের অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ুন…

0Shares

Leave a Comment