বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার নতুন | Bd Army Jobs
Bd Army Jobs: বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৮ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। senabahini job circular 2021, বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আপনি যদি ডিফেন্স চাকরির আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন এবং আবেদনের প্রক্রিয়া গুলো নিম্নে দেখুন সাপ্তাহিক সরকারি ও বেসরকারি চাকরির খবর পেজ ভিজিট করুন এছাড়া এই পেজে সর্বদা সেনাবাহিনীর সকল নিয়োগ দেওয়া হয় ।
সেনাবাহিনী নিয়োগ 2021 সার্কুলার পুরুষ ও মহিলা
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২২ আগস্ট ২০২১ |
জাতীয়তা | জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক। |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
চাকরির ধরন | সরকারি ডিফেন্স চাকরি |
শিক্ষাগত যোগ্যতা | ক। জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
খ। ইংরেজী মাধ্যম ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম B গ্রেড পেয়ে উত্তীর্ণ অথবা ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে A ঘেড, ৩টিতে B গ্রেড ও ১টিতে C গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে A গ্রেড ও ১টিতে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। ২০২১ সালের এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থী প্রার্থীগণও আবেদন করতে পারবেন। কিন্তু তাদের অবশ্যই এমএসসিতে জিপিএ-8.00/ ‘a’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে A গ্রেড, ৩টিতে B আস/সমমান ফলাফল থাকতে হবে। তবে, বিএমএ যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে। |
আবেদন পদ্ধতি | আগ্রহী প্রার্থী https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে ৮৮ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে APPLY করতে হবে। |
আবেদন শুরুর তারিখ | ২২ আগষ্ট ২০২১ |
আবেদনের শেষ তারিখ | ০৯ অক্টোবর ২০২১ |
বিস্তারিত জানতে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
