এইচএসসি রেজাল্ট ২০২১-২০২২ বের করার পদ্ধতি দেখুন

এইচএসসি রেজাল্ট কখন দিবে এবং কিভাবে দিবে এবং রেজাল্ট দেখার পদ্ধতি অনেকেই জানেন না। তাই, HSC Result 2021 দেখার নিয়ম দেখতে পারেন আমাদের সাইটে । সাধারনত এইচ এসসি পরীক্ষা শুরু হয়ে থাকে এপ্রিল মাসে এবং রেজাল্ট প্রকাশ হয় জুলাই মাসের মাঝামাঝি বা শেষের দিকে । করোনা ভাইরাসের কারনে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে  বন্ধ থাকায় যথাযথ সময়ে ২০২১ সালের এইচএসসি নেওয়া সম্ভব হয়নি। করোনা ভাইরাসের কারনে বিগত 2020 সালের শিক্ষার্থীদের অটোপাশ দেওয়া হয়েছে, এবং ২০২১ সালের এইচএসসি পরীক্ষা ২০২১ সালের ডিসেম্বর মাসে নেওয়া হয়েছে যা কেবল গ্রুপ ভিওিক নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার ১ মাসের মধ্যে ফলাফল প্রকাশ হবে কিন্তু ১ মাস অতিক্রম হয়েগেছে ফলাফল প্রকাশ হয়নি। তবে, এইচএসসি ফলাফল ২০২২ এর তারিখ জানিয়েছে শিক্ষামন্ত্রণালয়, আজ ১৩/০২/২২ তারিখ দুপুর ১২টার পর থেকে এইচএসসি ফলাফল অনলাইন ও মেসেজের মাধ্যমে জানা যাবে। জেনে নিন HSC ফলাফল কিভাবে দেখবেন,রেজাল্ট দেখার বিস্তারিত পদ্ধতি  নিম্নে দেওয়া হয়েছে।

HSC Exam Result 2021

আপনি কোন বোর্ডের রেজাল্ট খুছতেছেন? সকল বোর্ডের এর রেজাল্ট এবং মার্কশিট সহ পাবেন আমাদের সাইটে। সকল বোর্ডের রেজাল্ট http://www.educationboardresults.gov.bd সাইটে প্রকাশিত হয়ে থাকে তাই দ্রুত এইচএসসি রেজাল্ট  ও  মাকশির্ট বের করতে নিম্নের নিয়ম গুলো অনুসরন করুন ।

HSC Mark Sheet Download 2021

এইচএসসি রেজাল্ট ও মার্কশিট  আপনাকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে । সাধারনত যখন রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে তখন দুই ভাবে রেজাল্ট পাওয়া যায় ১. অনলাইন এবং ২. অফলাইন (Sms এর মাধ্যমে ) রেজাল্ট দেখতে নিম্নের পদ্ধতি অবলম্বন করতে পারবেন ।

১. অনলাইনঃ

অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখতে http://www.educationboardresults.gov.bd/ ক্লিক করুন ।

এর পর নির্ধারিত  আপনার প্রয়োজনীয়   তথ্য রোল, রেজিস্টেশন নম্বর, বোর্ড এবং ক্যাপচা পূরন করে রেজাল্ট ও মার্কশিট পাবেন।

আরো পড়তে পারেন-

২.অফলাইন এসএমএস পদ্ধতি

এইচএসসি রেজাল্ট ২০২১ (HSC result 2021) পরীক্ষার ফলাফল আপনার মোবাইলে পেতে মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ

HSC স্পেস আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস আপনার রোল নম্বর স্পেস 2021 আর পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে এবং ফিরতি এসএমএস আসবে আপনার রেজাল্ট

উদাহরণঃ HSC DHA 123456 2021> send to 16222 ( যে কোন অপারেটর এর নাম্বার থেকে)

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের শর্টকোড 

  1. DHA – Dhaka Board
  2. BAR – Barisal Board
  3. SYL – Sylhet Board
  4. COM – Comilla Board
  5. CHI – Chittagong Board
  6. RAJ – Rajshahi Board
  7. JES – Jessore   Board
  8. DIN – Dinajpur Board
  9. MAD – Madrasah Board
  10. TEC- Technical Board

bdjobsmela এর সাথে থাকুন  সকল পরীক্ষার রেজাল্ট ও সবার আগে পেতে এবং পোস্ট বুঝতে সম্যস্যা কমেন্ট করুন আমরা রিপ্লে দিবো ।

0Shares

1 thought on “এইচএসসি রেজাল্ট ২০২১-২০২২ বের করার পদ্ধতি দেখুন”

Leave a Comment