পুলিশ সাব-ইন্সপেক্টর (এইআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | SI Jobs Circular

Police sub inspector Jobs: বাংলাদেশ পুলিশ সাব-ইন্সপেক্টর (SI) পদে সম্প্রতি জনবল নিয়োগ দিয়েছে। প্রতিবছর পুলিশ ডিপার্টমেন্টে ভিবিন্ন পদে দেওয়া হয়ে থাকে যা বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েব সাইটে police.gov.bd প্রকাশ করা হয়ে থাকে। আপনাদের সুবির্ধাতে পুলিশের সকল চাকরির খবর একত্রিত করে বিডি জবস মেলা সাইটে প্রকাশ করা হয়ে থাকে।নতুন বিজ্ঞপ্তিতে নারী ও পুুরুষ উভয় আবেদন করতে পারবেন,  আগ্রহী প্রার্থী  পুলিশ এসআই পদে আবেদনের যোগ্যতা, শারীরিক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা দেখে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন । শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য নির্ধারিত তারিখ সময়সূচি অনুযায়ী প্রাথী নিজ রেঞ্জাধীন বিজ্ঞপ্তিতে দেওয়া পরীক্ষা কেন্দ্রের মাঠে উপস্থিত থাকতে হবে।

[box type=”info” align=”” class=”” width=””]আরো পড়ুনঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ[/box]

Police sub-inspector ‍(SI) Jobs Circular 2021

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১
পদের নাম পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই)
চাকরির ধরন ডিফেন্স চাকরির
শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
শারীরিক যোগ্যতা শারীরিক উচ্চতা পুরুষঃ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি।

শারীরিক উচ্চতা মহিলাঃ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি।

আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ http://police.teletalk.com.bd-এ ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরন করবেন।

[button color=”primary” size=”small” link=”http://police.teletalk.com.bd/” icon=”” target=”false” nofollow=”false”]Apply[/button]

আবেদনের শুরু ০৮ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ ০৪ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত
[box type=”info” align=”” class=”” width=””]আরো পড়ুনঃ  সাপ্তাহিক চাকরির খবর[/box]
আবেদনের পর প্রেমেন্ট পদ্ধতিঃ User ID পাওয়ার পর কমপক্ষে ৩০ টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল হতে ২ টি SMS করতে হবে; SMS SIP<space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: SIP ABCDEF Reply: Applicant’s Name TK (Service Charge 30/-) will be charged as service charge for the application of Trainee Recruit Constable examination. Your PIN is………(10 digit). To pay fee type TRC<space>Yes<space>PIN and send to 16222.
SMS SIP<space> Yes<space> PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে:
Example: SIP YES 1234567890 Reply: Congrats! Applicant’s Name, payment completed successfully for the application for SIP examination. User ID is (xxxxxxxx) and Password is (xxxxxxxx).

বিস্তারিত জানতে নিম্নবর্ণিত পুলিশ সাব-ইন্সপেক্টর (SI) পদের নিয়োগ পড়ুন…

0Shares

Leave a Comment