পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২ সার্কুলার | Police Constable Jobs

Police Constable Jobs Circular 2022: বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রট কনস্টেবল (টিআরসি) পদে সম্প্রতি জনবল নিয়োগ দিয়েছে। প্রতিবছর পুলিশ  ট্রেইনী রিক্রট কনস্টেবল নিয়োগ দেওয়া হয়ে থাকে কিন্তু বিগত বছরে সার্কুলার দেওয়া হয়নি, কেননা করোনা প্রাদুর্ভাবের কারনে কনেস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এবং অনেক প্রার্থী রয়েছেন যারা দেশের গর্বিত সেবক পুলিশ কনস্টেবল হিসেবে যোগদানের ইচ্ছুক, যে সকল প্রার্থীর বয়স ২৮ ফ্রেব্রুয়ারি ২০২২ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।

– অনেকপ্রার্থীর বয়সসীমা অতিক্রম করেছে তারা নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ আবেদন করতে পারবেন না।  ৩১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত পুলিশ ট্রেইনী রিক্রট কনস্টেবল পদে ৩,০০০ জন নিয়োগ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে  নারী ও পুরুষ উভয় অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা পুলিশ কনস্টেবল পদে আবেদনের যোগ্যতা, শারীরিক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য নিম্নে দেওয়া হল। ট্রেইনি রিক্রট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ৩১ জানুয়ারি ২০২১
পদের সংখ্যা৩,০০০ জন
পদের নামট্রেইনী রিক্রট কনস্টেবল
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ পুলিশ
চাকরির ধরনসরকারি চাকরি
শিক্ষাগত, শারীরিক যোগ্যতা ও অনান্যশিক্ষাগত যোগ্যতাঃ শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/ সমমান )
জাতীয়তাঃ বাংলাদেশের স্থায়ী নাগরিক (পুরুষ ও নারী)
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)

 

 পুরুষ প্রার্থী
শারীরিক উচ্চতা পুরুষঃ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইণ্ডি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি
 
বুকের মাপ পুরুষঃ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি
মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি
 
ওজনঃ বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে
 
দৃষ্টি শক্তিঃ ৬/৬
 
 নারী প্রার্থী
শারীরিক উচ্চতা পুরুষঃ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি
 
ওজনঃ বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে
 
দৃষ্টি শক্তিঃ ৬/৬
 
আবেদন পদ্ধতিআগ্রহী প্রার্থীগণ http://police.teletalk.com.bd-এ ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরন করবেন।

 

[button color=”primary” size=”small” link=”http://police.teletalk.com.bd” icon=”” target=”false” nofollow=”false”]Apply[/button]

 Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮o Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে।
 
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে; এবং
প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে।
 
আবেদনের পর প্রেমেন্ট পদ্ধতিঃ User ID পাওয়ার পর কমপক্ষে ৩০ টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল হতে ২ টি SMS করতে হবে; SMS TRC<space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
 
Example: TRC ABCDEF Reply: Applicant’s Name TK (Service Charge 30/-) will be charged as service charge for the application of Trainee Recruit Constable examination. Your PIN is………(10 digit). To pay fee type TRC<space>Yes<space>PIN and send to 16222.
 
SMS TRC<space> Yes<space> PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে:
 
Example: TRC YES 1234567890 Reply: Congrats! Applicant’s Name, payment completed successfully for the application for Trainee
 
examination. User ID is (xxxxxxxx) and Password is (xxxxxxxx).
 
পরীক্ষার ফিঃ
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের পর উর্ওীন প্রার্থীদের লিখিত পরীক্ষার ফি বাবদ প্র্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে ১২০ টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট পদ্ধতি নিম্নে দেওয়া হলো।

1st Step: Example: TRC <space>User id পাঠিয়ে দিন 16222 নম্বরে।
এসএমএস পাঠানোর পর ফিরতি এসএমএস একটি পিন দেওয়া হবে, পিন ব্যবহার করে নিম্নের 2nd Step অনুসরন করুন।

2nd Step: TRC <space>YES<space>PIN দিয়ে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
ফিরতি এসএমএস এ আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, police.teletalk.com.bd ওয়েব সাইট থেকে রিটেন পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করে, আপনার জেলার বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে, যথাযথ স্থানে উপস্থিত হউন।

 আবেদন শুরুর তারিখ১ ফ্রেবুয়ারি ২০২২ সকাল ১০.০০ টা
আবেদনের শেষ তারিখ ২ ফ্রেবুয়ারি ২০২২ বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত

নিবার্চন পদ্ধতিঃ শারীরিক মাপ ও Physical Endurance Test: Preliminary Screening-এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রার্থীদের শারীরিক তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ ও Physical Endurance Test (দৌড়, জাম্পিং রোপ ক্লাইমিং, পুশ-আপ, ট্র্যাগিং ইত্যাদি)-এ অংশগ্রহণ করতে হবে।

প্রয়োজনীয় সনদসমূহের বিবরনঃ Admit Card for Physical Endurance Test: Admit Card for Physical Endurance Test-এর ডাউনলোডকৃত প্রিন্ট কপি(২কপি) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কতৃক প্রদও চারিত্রিক সনদপত্রের মূলকপি, নাগরিকত্ব সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের মূলকপি, সত্যাহিত ৩ কপি সদ্যতোলা ছবি, ব্যাংক ড্রাফট এর চালান কপি ও এছাড়া আপনার যদি কোন কোটা থেকে তাহলে কোটার প্রয়োজনীয় সনদ  সঙ্গে নিয়ে আসতে হবে যা বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে।

পরীক্ষায় উপস্থিতির সময় সূচিঃ শারীরিক মাপ ও Physical Endurance Test, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি: প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব-স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে যা নিম্নে দেওয় হলঃ
 
জেলার নাম
শারীরিক মাপ ও
Physical Endurance Test
লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা
ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট, ময়মনসিংহ
 ২৫-২৭ অক্টোবর, ২০২১
৮:০০ ঘটিকা
২৮ অক্টোবর, ২০২১
১৪.০০ ঘটিকা
৪ নভেম্বর, ২০২১
১০.০০ ঘটিকা
নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবান, রাজশাহী, নাটোর,
বাগেরহাট, রংপুর, ভোলা, সুনামগঞ্জ, নেত্রকোণা
২৯-৩৮ অক্টোবর, ২০২১
৮:০০ ঘটিকা
১ নভেম্বর, ২০২১
১৪.০০ ঘটিকা
৮ নভেম্বর, ২০২১
১০.০০ ঘটিকা
কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, দিনাজপুর,কুষ্টিয়া মাগুরা, পিরোজপুর, সিলেট, শেরপুর ২-৪ নভেম্বর, ২০২১
৮:০০ ঘটিকা
৫ নভেম্বর, ২০২১
১৪.০০ ঘটিকা
১২ নভেম্বর, ২০২১
১০.০০ ঘটিকা
ঢাকা, মানিকগঞ্জ, কক্সবাজার, বি-বাড়ীয়া, জয়পুরহাট,
চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল, মৌলভীবাজার
৮-১০ নভেম্বর, ২০২১
৮:০০ ঘটিকা
১১ নভেম্বর, ২০২১
১৪.০০ ঘটিকা
১৮ নভেম্বর, ২০২১
১০.০০ ঘটিকা
মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর,
গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর, পাবনা
১২-১৪ নভেম্বর, ২০২১
৮:০০ ঘটিকা
১৫ নভেম্বর, ২০২১
১৪.০০ ঘটিকা
১২ নভেম্বর, ২০২১
১০.০০ ঘটিকা
নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, নড়াইল,
নোয়াখালী, বগুড়া, ঝালকাঠি, হবিগঞ্জ, জামালপুর
১৬-১৮ নভেম্বর, ২০২১
৮:০০ ঘটিকা
১৯ নভেম্বর, ২০২১
১৪.০০ ঘটিকা
২৬ নভেম্বর, ২০২১
১০.০০ ঘটিকা

বাংলাদেশ পুলিশ কনস্টেবল জেলাভিওিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান

বাংলাদেশ পুলিশ কনেস্টবল পদে ২০২2 সালে ৩,০০০ পদে সারা বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং প্রতিটি জেলায় কতজন প্রার্থী নিয়োগ দেওয়া হয়েছে তার পরিসংখ্যান নিম্নে দেওয়া হয়েছে।

[button color=”primary” size=”small” link=”https://drive.google.com/file/d/1PwGjMkNuzXHikkfMCFKSrjLjfDvahP3E/view?usp=sharing” icon=”” target=”false” nofollow=”false”]পুলিশ কনস্টেবল সার্কুলার ২০২১ পিডিএফ[/button]

বিস্তারিত জানতে নিম্নবর্ণিত বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের  নিয়োগ বিজ্ঞপ্তি পড়ুন…

0Shares

Leave a Comment