নৌবাহিনীতে ২০২২-এ অফিসার ক্যাডেট ব্যাচ (প্রথম গ্রুপ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

Navy Jobs Circular 2021: বাংলাদেশ নৌবাহিনী  ২০২২-এ অফিসার ক্যাডেট ব্যাচে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ নৌবাহিনী  ২০২২-এ অফিসার ক্যাডেট ব্যাচ (১ম গ্রুপ) নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন । বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল নাগরিক আবেদন করতে পারবেন । নৌবাহিনী  ২০২২-এ আবেদন করার জন্য নৌবাহিনী  এর অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে আপনার যোগ্যতা ও শারিরীক গঠন যদি ঠিক থাকে তাহলে আপনিও বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন ।

Navy Officer Cadet job circular 2021

শিক্ষাগত যোগ্যতাঃ ২০২১-এ অফিসার ক্যাডেট ব্যাচে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে নূন্যতম ৪.৫০ উওীর্ন হতে হবে । উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় দুটিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪.০ থাকতে হবে। এবং ইংরেজী মাধ্যমের প্রার্থীর জন্য ও লেভেলের ৬ টি বিষয়ে নূন্যতম ৩ টি বিষয়ে এ গ্রেড ও ২ টি বিষয়ে বি গ্রেড থাকতে হবে, তবে উভয় পরীক্ষায় পদার্থ বিজ্ঞান এবং গনিতে ৪.০০ থাকতে হবে ।

শারিরীক যোগ্যতা পুরুষঃ উচ্চতা ৫.৪” ওজন ৫০ কেজি, বুকের মাপ ৩০”-৩২”
শারিরীক যোগ্যতা মহিলাঃ উচ্চতা ৫/৫,৩ ওজন ৫৭ কেজি, বুকের মাপ ২৮”-৩০”

বি: দ্র: উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর  জন্য নির্ধারিত স্কেলের চেয়ে বেশি ওজন হলে অযোগ্য গন্য হবে ।

বয়সঃ ১৬.৫ থেকে ২১ বছর পর্যন্ত আবেদন করা যাবে তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত ব্যাক্তির জন্য ১৮-২৩ বছর ।

আবেদনের নিয়মঃ www.joinnavy.navy.mil.bd  এ প্রবেশ করে হোম পেজে বাম পাশে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন ।
আবেদন  ফিঃ ৭০০ টাকা ।
আবেদনের শেষ সময়ঃ ২০ মে ২০২১ পর্যন্ত অনলাইকেন আবেদন করা যাবে ।

বিস্তারিত Navy এর অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

0Shares

Leave a Comment