বৃহৎ করদাতা ইউনিট, মুল্য সংযোজন কর নিয়োগ বিজ্ঞপ্তি
অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের “বিজ্ঞপ্তির স্মারক নং” তারিখ ১৭ ফেব্রুয়ারী ২০২২ এর মাধ্যমে প্রদও ছাড়পত্র অনুযায়ী বৃহৎ করদাতা ইউনিট, মুল্য সংযোজন কর এর নিম্নলিখিত শূন্য পদসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বৃহৎ করদাতা ইউনিট, মুল্য সংযোজন কর এর নিয়োগে আবেদনের আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন। বৃহৎ করদাতা ইউনিট, মুল্য সংযোজন কর নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৬ টি পদে ৩৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, উক্তপদে বাংলাদেশের সকল জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। আবেদেনের শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের সকল নিয়মাবলী সহ নিম্নে দেওয়া হলো।
বৃহৎ করদাতা ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিষ্ঠানের নামঃ | বৃহৎ করদাতা ইউনিট, মুল্য সংযোজন কর |
পদের নামঃ | কম্পিউটার অপারেটর, হিসাব রক্ষক, উচ্চমান সহকারী, ক্যাশিয়ার, গাড়ি চালক, ডেসপাচ রাইডার |
শিক্ষাগত যোাগ্যতাঃ | এসএসসি – স্নাতক পাশ |
আবেদনের মাধ্যমঃ | অনলাইন |
বয়সঃ | ১৮ থেকে ৩০ বছর |
আবেদনর শুরু ও শেষ সময়ঃ | ০১/০৬/২০২২ – ৩০/০৬/২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। |
আরো পড়তে পারেনঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন সকল নিয়োগ 2022
ltuvat jobs circular 2022
আবেদনের নিয়মঃ ltuvat.teletalk.com.bd ওয়েব সাইট ভিজিট করে, নির্ধারিত ফরম পূরন করে আবেদন সম্পন্ন করুন, আবেদন ফরম সম্পূন্ন হলে, আপনাকে application copy দেওয়া যা সংরক্ষন করে রাখুন।
আবেদন ফিঃ ১১২/=
বৃহৎ করদাতা ইউনিট, মুল্য সংযোজন কর এর বিজ্ঞপ্তি আবেদেন করতে, ও আবেদনের বিস্তারিত শর্তাবলী জানতে নিম্নোক্ত বিজ্ঞপ্তি পড়তে পারেন। বৃহৎ করদাতা ইউনিট, মুল্য সংযোজন কর এর সকল চাকরির খরব সবার আগে পেতে আমাদের সাইট ভিজিট করুন এবং বৃহৎ করদাতা ইউনিট এর ওয়েব সাইট ltuvat.gov.bd ভিজিট করুন।

