কাজী ফার্মস নিয়োগ ২০২১ – kazi farms jobs circular

kazi farms jobs circular: কাজী ফার্মস সম্প্রতি ভিবিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থী যোগ্যতা অনুযায়ী পদে আবেদন করতে পারবেন। কাজী ফার্মস বাংলাদেশের বৃহৎ পোল্ট্রি  শিল্প, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটির ভিবিন্ন ধরনের খাদ্যপণ্য রয়েছে kazifarmskitchen.com অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে তাদের খাদ্য পণ্যের লিষ্ট দেখতে পারবেন। এছাড়া কাজী ফার্মস হাঁস, মুরগী (বয়লার-লেয়ার),  ডিম ও মাংস  উৎপাদনে বাংলাদেশে একদশকেরও বেশী শীর্ষে রয়েছে এবং কাজী ফার্ম লিমিটেডে এর নিজস্ব টিভি চ্যানেল রয়েছে, কাজী মিডিয়া লিমিটেড যা দিপ্ত টিভি নামে পরিচিত। ফার্মস এর যাত্রা শুরু ১৯৯৬ সাল থেকে এবং  কাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান।

[box type=”info” align=”” class=”” width=””]আরো পড়ুনঃ সাপ্তাহিক চাকরির খবর[/box]

কাজী গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

কাজী ফার্মস লিমিটেড হাঁস, মুরগী (বয়লার-লেয়ার),  ডিম ও মাংস, আইসক্রিম ও অনান্য খাদ্য পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।  কাজী ফার্মস লিমিটেড কার্যক্রম সম্প্রসারনের লক্ষে শূন্য পদ সমূহ পূরনের লক্ষে ভিবিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ‘দিয়ে থাকে, যাা বিডি জবসমেলা সাইটে আপডেট দেওয়া হয়। কাজী ফার্মস এর মত সুনামধন্য অনান্য প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কোম্পানির চাকরির খবর পেজে পাবেন। কাজী ফার্মস নতুন বিজ্ঞপ্তিতে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং কিছু সংখ্যক কাজে সাথে অভিজ্ঞতা চাওয়া হয়েছে, যা বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে। আগ্রহী ‍প্রার্থী যোগ্যতা অনুযায়ী পদগুলোতে আবেদন করতে পারেন।

কাজী ফার্মস ড্রাইভার নিয়োগ 2021

পদের নামঃ শেড ওয়ার্কার (ফার্ম ও হ্যাচারী)
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী/জেএসসি/এস.এস.সি/এইচ.এস.সি পাশ (এস.এস.সি পাশ অগ্রাধিকার পাবে)।

পদের নামঃ নিরাপত্তা প্রহরী
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী/জেএসসি/এস.এস.সি পাশ।

পদের নামঃ কুক(বাবুর্চি)
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী/জেএসসি/এস.এস.সি পাশ।

পদের নামঃ ইলেকট্রিশিয়ান/ টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতাঃ এস.এস.সি পাশ এবং ৬ মাস মেয়াদী অথবা ৮ম শ্রেণী পাশ এবং ২ বছর মেয়াদী যেকোন স্বীকৃত ভোকেশনাল/ পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হতে হবে।

পদের নামঃ লন্ড্রী ম্যান/ওয়াশ ম্যান
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী/জেএসসি/এস.এস.সি পাশ।

পদের নামঃ হেলপার
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী/জেএসসি পাশ।

পদের নামঃ (কুক, ট্রাক্টর, পে-লোডার)
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী/জেএসসি পাশ।

পদের নামঃ ট্রাক্টর ড্রাইভার
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী/জেএসসি পাশ। অবশ্যই ড্রাইভিং-এ লাইট লাইসেন্স থাকতে হবে

পদের নামঃ সাইট সুপারভাইজার
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এইচ.এস.সি পাশ/সমমান। (যেকোন স্বীকৃত ভোকেশনাল/ পলিটেকনিক থেকে নির্মাণ কাজে ট্রেড কোর্সধারীরা অগ্রাধিকার পাবে।)

পদের নামঃ  সুপারভাইজার (ফিশ হ্যাচারী)
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এস.এস.সি/এইচ.এস.সি পাশ

পদের নামঃ  সুপারভাইজার (ফিশ হ্যাচারী)
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এস.এস.সি/এইচ.এস.সি পাশ

পদের নামঃ টেকনিশিয়ান (ফিশ হ্যাচারী)
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী/জেএসসি পাশ।

বেতনঃ বেতন: আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধাদি : কোম্পানীর নিয়ম মোতাবেক প্রদান করা হবে। বয়স: ১৮-৩৫ বছর (৩, ৪, ৬, ৮, ৯ এবং ১০নং পদের জন্য বয়স শিথিলযোগ্য)। ১, ২, ৩ এবং ৬নং পদে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবে। উচ্চতা (শুধুমাত্র নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে) : ৫-৬″ পুরুষ, ৫ মহিলা।

আবেদনের প্রক্রিয়াঃ জীবন বৃওান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র (বিজ্ঞপ্তিতে উল্লেখিত) ০২/১০/২০২১ ইং তারিখে মধ্যে ই-মেইল: recruitment@kazifarms.com এ পাঠাতে  হবে।

আবেদনের ঠিকানা

বিজ্ঞপ্তিতে আবেদনের আগ্রহী প্রার্থী উপরোল্লেখিত ইমেল করে আপনার জীবন বৃওান্ত পাঠাতে পারেন অন্যথায় নিম্নলিখিত আপনার নিকটস্থ ঠিকানায়  আপনার বায়েডাটা ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে।

* বগুড়া সেলস অফিস, কাজী ফার্মস, আজিজ প্যালেস-২(২য় তলা), প্রধান সড়ক, উপশহর, নিশিন্দারা, বগুড়া ।
* দিনাজপুর সিবিএফ শাখা, কাজী ফার্মস, পুর্ব সাদিপুর, দশমাইল, ৫নং সুন্দরপুর, কাহারোল, দিনাজপুর।
* রংপুর আঞ্চলিক কার্যালয়, কাজী ফার্মস, বাড়ি নং-২৯, ডানকান ভবন, সিও বাজার, রংপুর-৫৪০১।
* সিলেট আঞ্চলিক কার্যালয়, কাজী ফার্মস, আব্দুল হাই মঞ্জিল, শ্রীমঙ্গল রোড, জগন্নাথপুর, সদর, মৌলভীবাজার।
* গাজীপুর আঞ্চলিক কার্যালয়, কাজী ফার্মস, রিয়াজ উদ্দিন সরকারের বাড়ি, ফরিদপুর(নয়নপুর বাজার), মাওনা, শ্রীপুর, গাজীপুর।
* বাটিকামারী হ্যাচারী, কাজী ফার্মস, বাটিকামারী, নারায়ণপুর, চৌগাছা, যশোর।

বি: দ্র: লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন টি.এ/ডি.এ প্রদান করা হবে

 

0Shares

Leave a Comment