জুম্মা মোবারক স্ট্যাটাস, উক্তি, এসএমএস | jumma mubarak picture

জুম্মার দিন বা শুক্রবার হচ্ছে আমাদের মুসলিম ধর্মের মানুষের জন্য পবিত্র একটি দিন। জুম্মার দিন আমরা সব ধরনের কাজ অপেক্ষা করে ধনী-গরীব ভুলে সবাই নামাজ পড়তে মসজিদে যেয়ে থাকি। জুম্মার দিন নামাজ পড়ে আমরা আল্লাহর এবাদত বন্দেগী করে থাকি। জুম্মার দিনে নামাজ পড়ার রয়েছে অনেক সওয়াব। আর একারণেই জুম্মার দিনটি পবিত্র একটি দিন মুসলমানদের জন্য। নিচে জুম্মা মোবারক এর কয়েকটি স্ট্যাটাস দেয়া হলোঃ

জুম্মা মোবারক স্ট্যাটাস 

১.ভাইরাসকে নয় ভাইরাসের সৃষ্টিকর্তাকে ভয় করতে হবে। ইনশাল্লাহ তিনিই সবাইকে রক্ষা করবেন।
জুম্মা মোবারক 

২.সাধারণত আমাদের বুকের ভেতর হাজারো কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা হচ্ছে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার নমুনা।
জুম্মা মোবারক 

৩.নামাজ হচ্ছে সব সমস্যার সমাধান।আর নামাযই হলো সব রোগের প্রধান ওষুধ।নামাজ নিজে পড়ুন এবং অন্যকে নামাজ পড়ার তাগিদ দেন। নামাজি হচ্ছে আপনার জীবনের আসল ইনকাম আর নামাজী হবে বেহেস্তের চাবি।
জুম্মা মোবারক 

৪.কেউ যদি আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হয় তাহলে ৭০ হাজার ফেরেশতা তার চতুর্দিকে থেকে রক্ষা করে।
জুম্মা মোবারক

 

৫.মায়ের সঙ্গে কখনো উচ্চ স্বরে কথা বলবে না কেন সেই মা তোমাকে কথা বলতে শিখিয়েছে।
জুম্মা মোবারক 

৬.আমাদের পৃথিবী বা দুনিয়ার সবচেয়ে বড় চাকরি হলো নামাজ আর যার বেতন হিসাবে আপনারা পাবেন জান্নাত।
জুম্মা মোবারক 

৭.লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে আমি তাকে সাথে সাথে জান্নাতে নিয়ে যাব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম
জুম্মা মোবারক 

আরো পড়ুন–  জীবন নিয়ে মনীষীদের উক্তি | বিখ্যাত কিছু উক্তি সমূহ

৮.মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরূদ শরীফ পাঠ করবে আল্লাহতালা তার উপরে দশবার রহমত বর্ষণ করবে।
জুম্মা মোবারক স্ট্যাটাস 

৯.আমাদের প্রিয় নবী বলেছেন উচ্চস্বরে কাঁদার জন্য মৃত ব্যক্তি কবরের আজাব ভোগ করবে। (বুখারি)

১০.যদি তুমি মানো কোরআন তাহলে মহান আল্লাহতালা বাড়িয়ে দিবে তোমার সম্মান। 

১১.আমাদের যৌবনের চেহারাটা সকল মানুষ পছন্দ করে থাকেন আর যৌবনকালের ইবাদত মহান আল্লাহ পছন্দ করে থাকেন। জুম্মা মোবারক 

১২.সাধারণত শুক্রবার মানেই হচ্ছে গরিবের হজ্জর দিন।
জুম্মা মোবারক 

১৩.কোরআন শরীফ পড়লে চোখের জ্যোতি বাড়ে এবং আমাদের জ্ঞান বাড়ে।
জুম্মা মোবারক 

১৪.আমাদের পৃথিবীতে চার হাজারেরও বেশি ভাষা থাকলেও আযানের ধ্বনি কিন্তু হচ্ছে এক সুবহান  আল্লাহ।
জুম্মা মোবারক 

১৫.কোন সময় হতাশ হলে দুই রাকাত নফল নামাজ পড়ে নিও। হতাশা তোমার কেটে যাবে ইনশাল্লাহ।

জুম্মা মোবারক ক্যাপশন 

১.তোমার চোখে ঘুম নেই নামাজ পড়ো, মনে শান্তি নাই তুমি কোরআন পড়ো।
জুম্মা মোবারক 

২.তুমি যত বেশি সততার সাথে কথা বলতে পারবে তত বেশি মানুষের কাছে সম্মানিত হবে।
জুম্মা মোবারক 

৩.মুসলিম হচ্ছে আমার নাম। কুরআন হচ্ছে আমার জান।আর নামাজ হলো আমার গাড়ি। জান্নাত হচ্ছে আমার বাড়ি। রাসুল আমার সব। ইসলাম হলো আমার ধর্ম। আর এবাদত করাই হচ্ছে আমার কর্ম।
জুম্মা মোবারক 

৪.আমার শ্রেষ্ঠ নবী পেয়েছি। শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। শ্রেষ্ঠ কিতাব ও আমরা পেয়েছি। আমরা সত্যিই আসলে অনেক ভাগ্যবান। আলহামদুলিল্লাহ।
জুম্মা মোবারক। 

৫.তোমরা যখন সিজদা দিবে বেশি বেশি দোয়া করবেন। কেননা সিজদা হচ্ছে দোয়া।কবুলের উপযুক্ত সময় এটি। মুসলিম হাদিস ৮৭০
জুম্মা মোবারক 

৬.সাধারণত তুমি যাকে ভালবাসবে দেখবে হাশরের ময়দানে তুমি তার সাথেই থাকবে।মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। 

৭.কাগজ দিয়ে মূলত অনেক কিছুই তৈরি করা যায়। আর তার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে পবিত্র আল-কুরআন। জুম্মা মোবারক 

৮.সাধারণত ঈমানদার ব্যক্তিদের জন্য মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ।হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম
জুম্মা মোবারক 

৯.আমাদের পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে একটি মক্কা এবং আরেকটি মদিনা।
জুম্মা মোবারক

১০.মূলত সন্তানের উত্তম আচরণ এবং শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হচ্ছেন তার মা। সে মাকে তোমরা কোন সময় কষ্ট দিওনা।তাহলে তুমি হবে সবচেয়ে বড় পাপী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম
জুম্মা মোবারক 

১১.ভালোবেসে যদি কেউ স্ত্রীর হাত ধরে থাকে তাহলে ছগিরা গুনাহ এর মাধ্যমে মাফ হয়ে যায়।
জুম্মা মোবারক 

১২.যখন আমি কোন সময় অসুস্থ হতাম তখন আমি আমার এই রোগ সারানোর জন্য কালোজিরা খেতাম।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম 

১৩.যারা শুধু আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস স্থাপন করে থাকেন স্বয়ং আল্লাহ তালায় তাদেরকে নিরাপত্তা প্রদান করে থাকে।জুম্মা মোবারক 

১৪.দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমরা নিজেরা নিজেদেরকে সুখী এবং স্বাস্থ্যবান করে তুলতে পারি।
জুম্মা মোবারক

১৫.পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হল সিজদা। সিজদায় বসে যদি মৃত্যু হয়ে থাকেন তাহলে আপনার জান্নাত সুনিশ্চিত।

জুম্মা মোবারক মেসেজ 

১.গান শুনে ঘুমানোর চেয়ে আল কোরআন শুনে ঘুমানো হচ্ছে এর চেয়ে অনেক ভালো।
জুম্মা মোবারক 

২.তিনটি প্রেমে কোন কষ্ট নাই একটি হচ্ছে রাসূলের সাথে একটি হচ্ছে মা বাবার সাথে আরেকটি হচ্ছে আল্লাহর সাথে।
জুম্মা মোবারক।

৩.সাধারণত এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখাটা জলন্ত কয়লা হাতের মত রাখার ন্যায় কঠিন হবে।
জুম্মা মোবারক 

৪.আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাড়ির কাছে মসজিদে যেতে চায় না আবার স্ট্যাটাস দেয় যে আমি একদিন মক্কা যাব।
জুম্মা মোবারক 

৫.তুমি চুরি করতে পারো ডাকাতি করতে পারো আর যা কিছু করো না কেন কোন সময় যেন নামাজ ছেড়ো না।
জুম্মা মোবারক 

৬.মাটির দেহ নিয়ে বড়াই করে কোন লাভ নেই কেননা আপনার দু’চোখ বন্ধ হয়ে গেলে দেখবেন পাশে আর কেউ নেই। যাকে আপনি আপন ভাবতেন সেই তখন হয়ে যাবে পর।আপন হবে নামাজ এবং রোজা হবে অন্ধকার কবর। 

৭.শুক্রবারে মসজিদে আযান দেওয়ার সাথে সাথেই তোমার সব ধরনের কেনাবেচা বন্ধ করে দাও,এবং আল্লাহকে স্মরণ করার জন্য প্রস্তুত হয়ে যাও কেননা এটাই তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা বুঝে থাকো।
জুম্মা মোবারক 

৮.আজকের জুম্মার দিন উপলক্ষে মহান আল্লাহতায়ালা যেন আমাদের সবার মনের আশা পূরণ করে দেয়।
জুম্মা মোবারক 

আরো পড়ুন-  বন্ধুদের নিয়ে উক্তি, ছন্দ কবিতা, ফেসবুক ক্যাপশন

৯.মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তখন তার ঘরে ফিরে আসা পর্যন্ত প্রতিটা কদমে আল্লাহ তার একটি করে নেকি দান করেন, আর তার একটি করে গুনাহ মোচন করে থাকেন।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম 

১০.তুমি কখনো জান্নাত চেয়ো না তুমি দুনিয়াতে থাকাকালীন এমন কিছু কাজ করো যেন জান্নাত তোমাকে চাই।
হযরত মুহাম্মদ সাল্লাহু সালাম
জুম্মা মোবারক 

১১.সামনে আসতেছে রোজা, হালকা করে ফেলো তোমার গুনাহের বোঝা,যদি করে থাকো পাপ তাহলে চেয়ে নিও মাপ,এসো নিয়ত করে ফেরি আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।
জুম্মা মোবারক 

১২.তুমি নিজেকে নিজে কখনো অসুন্দর মনে করবে না কেননা আল্লাহর সৃষ্টির কোন সময়ই অসুন্দর হতে পারে না।
জুম্মা মোবারক 

১৩.সাধারণত শুক্রবার হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন আর এই শুক্রবারে হচ্ছে আমাদের গুনাহ মাফের দিন।
জুম্মা মোবারক 

১৪.সূরা ফাতিহার এই বরকত যে তা নাযিল হওয়ার পর শয়তানও কেঁদে ফেলেছিল।
জুম্মা মোবারক 

১৫.মুসলমানদের জন্য প্রতি সোমবারে এবং বৃহস্পতিবার এ জান্নাতের দরজা খুলে দেওয়া হয়ে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম।
জুম্মা মোবারক 

পরিশেষে, জুম্মার দিন হচ্ছে মুসলমান বা মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র একটি দিন। এই দিনে যার যত কাজই থাকুক না কেন যোহরের আযান দেওয়ার পরপরই সবাই জুম্মার নামাজ পড়তে মসজিদে যেয়ে থাকেন। মুসলমানরা এই দিনটিকে সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন হিসাবে মেনে থাকে।আশা করি জুম্মার দিনের স্ট্যাটাসগুলি আপনাদের অনেক ভালো লেগেছে।

0Shares

Leave a Comment