আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন।আর মাত্র কয়েকদিন পরেই সূচনা হচ্ছে নতুন আরেকটি বছরের ২০২৩।তাই আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের প্রিয়জনকে এই বিশেষ দিনটিতে এসএমএস দিতে বা শুভেচ্ছা জানাতে চান।
তাই নতুন বছর সম্পর্কিত বেশকিছু শুভেচ্ছা বার্তা আমি আজকে এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। এই শুভেচ্ছা বার্তা গুলো দেওয়ার মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে চমকিয়ে দিতে পারবেন।
Table of Contents
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা মেসেজ
১.পাখির ডানায় দিলাম লিখে নববর্ষের নাম। বন্ধু তুমি উড়ে দেখো পাবে তুমি সুখের ঘ্রাণ। পুরনো যত কষ্ট সব করে ফেলো তুমি নষ্ট।নতুন বছরের নতুন যাত্রা যেন হয় অনেক সুখ আর সমৃদ্ধময়।আর আমি এই কামনায় তোমাকে জানাচ্ছি এবার হ্যাপি নিউ ইয়ার।
২.নতুন রূপে ওঠো সেজে এবং সাজাও মনটা নতুন রঙে, মুছে ফেলো তোমার মন থেকে দুঃখ কষ্টের সমস্ত স্মৃতি, নব ছন্দে এগিয়ে চলো হ্যাপি নিউ ইয়ার।
আরো পড়ুনঃ হ্যাপি নিউ ইয়ার পিকচার/ছবি
৩.উদিত রবির প্রথম আলো,দূর করে ফেলবে সকল কালো,মাতবে তোমার মন আনন্দধারায়,সবাই হয়ে যাবে বাঁধনহারা।দিনটি হোক তোমার তরে এবং মন ভরে উঠুক খুশির জোরে। হ্যাপি নিউ ইয়ার
৪.ঝরা পাতা বলল উড়ে এসে বছর শেষে,একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে, নতুন বছর এসেছে আবার,তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলোকে সত্যি করে খুব ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার ২০২২
৫.মনে যত রয়েছে পুরনো দুঃখ ও অবসাদ নতুন বছর সেগুলো কে করে দিক ধুলিস্যাৎ।সুখ,আনন্দে মুছে যাক আগের সব যাতনা।হ্যাপি নিউ ইয়ার।
আরো পড়ুন- সেরা প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা ২০২১
৬.নিউ ইয়ার দিচ্ছে উঁকি আর মাত্র রয়েছে কিছুক্ষণ বাকি। গাছে গাছে উড়ে চলেছে পাখি বন্ধু আমি তোমাকে বলে রাখি। হ্যাপি নিউ ইয়ার ২০২৩
৭.নতুন বছরের আগমনে যাক না সব ক্লান্তি দূর হয়ে।জীবনকে করে তোলো সুন্দর এবং অতীতকে যাও ভুলে।নতুন বছরকে সাজাও তুমি নিজের মত করে। হ্যাপি নিউ ইয়ার।
৮.বছর শেষ হয়ে যাওয়ার আগে আমি আমার জীবনের সেই সমস্ত মানুষদের কে ধন্যবাদ দিতে চাই যারা আমায় অনেক ভালোবেসেছে, আগলে রেখেছে, সব বিপদ থেকে আমায় দূরে রাখতে সাহায্য করেছে। হ্যাপি নিউ ইয়ার।
৯.মিষ্টি হাসি আর দুষ্টু চোখ সবার স্বপ্ন সত্যি হোক।জানাই আমি সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার।
১০.সুখের স্মৃতিগুলো রেখো মনে আর দুঃখের স্মৃতি গুলো যেও ভুলে, মিশে থেকো আপন জনে,মান অভিমান সব কিছুকে ভুলে, আশার প্রদীপটা তুমি রেখো জ্বেলে, হাজার সূর্য তোমার সবাই মিলে থেকো সুখে। হ্যাপি নিউ ইয়ার।
তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ”ডিয়ার”
তাইতো আমি খুশি হয়ে বললাম ~হ্যাপি নিউ ইয়ার।
❤❤দিন যদি চলে যায় দিগন্তের শেষে, রাত চলে যায় তারার দেশে!
ভেব না বন্ধু আমি থাকবো তোমার পাশে~হ্যাপি নিউ ইয়ার।❤❤
হ্যাপি নিউ ইয়ার ২০২৩ বাংলা এসএমএস
১.ভোরের পাখি তুমি যাও শুনি, একটা কথা রাখি বলি। আমার আছে বন্ধু একটা মনে পড়ে তাকে সকাল-বিকাল।কি করে যে জানায় তাকে হ্যাপি নিউ ইয়ার ২০২৩।
২.নিশি যখন ভোর হয়ে যাবে শুকতারা নিভে যাবে।আসবে একটা নতুন দিন দুঃখ আনন্দ যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে বছরটা হোক অমলিন। হ্যাপি নিউ ইয়ার ২০২৩।
৩.ফুল ফুটেছে বনে বনে আমি ভাবছি তোমাকে মনে মনে, বলছি তোমার কানে কানে হ্যাপি নিউ ইয়ার।
৪.নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু,যা হয় না শেষ, নতুন বছরের অনেক শুভেচ্ছা নিয়ে তোমাকে পাঠানো আমার এই এসএমএস হ্যাপি নিউ ইয়ার ২০২৩।
আরো পড়ুনঃ হ্যাপি নিউ ইয়ার মেসেজ, ছন্দ, এসএমএস ২০২২
৫.চলে আসলো আবারও জানুয়ারি মাস গরমের অবস্থানের নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা যেন দিল প্রাণে। মনের যত গ্লানি আছে সব ভুলে জীবনকে গড় নতুনভাবে,নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে। হ্যাপি নিউ ইয়ার
৬.আসলো নতুন বছরের নতুন সূর্য। বয়ে নিয়ে আসুক আপনার আনন্দ।নতুন বছরে ফুটলো নতুন আলো জীবন হোক সবার ধন্য। নতুন বছরের নতুন আশা সবাই বাঁধো সুখের বাসা। হ্যাপি নিউ ইয়ার
৭.কথার শেষে নতুন বেশে আসছে যেন কোন বেলা আনন্দের ভেসে নতুন ছোঁয়া আসছে যেন প্রকৃতির মাঝে তাই মন সেজেছে নতুন কোন বেশে।হ্যাপি নিউ ইয়ার
৮.নতুন প্রভাতের নতুন আলোয় স্বাগত জানালাম এই ধরণীকে। আনন্দ মনে হাত বাড়িয়ে তোমাকে জানালাম আমি অগ্রিম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার।
৯.ঢাক ঢোল আর মাদলের তালে,রং বেরঙ্গের মনের দেয়ালে বাঙালির সংস্কৃতি থাকুক উজ্জীবিত যুগে যুগে হ্যাপি নিউ ইয়ার।
আরো পড়ুন- কষ্টের স্ট্যাটাস, কষ্টের কথা – Koster Status 2021
১০.স্বপ্ন সাজাই রঙ্গের মেলায় এবং জীবনকে ভাষা ও রঙ্গের মেলায়। ফিরে চলো আবার মাটির টানে নতুন সুরে নতুন গানে,নতুন আশা জাগাও প্রাণে, খুঁজে নাও তুমি বাঁচার মানে। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ২০২৩
১১.সকল প্রিয় বন্ধু এবং সকল শত্রু কে জানাই নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা।তোমাদের নতুন বছর হয়ে উঠুক আরো অনেক আনন্দের হ্যাপি নিউ ইয়ার।
১২.জীবনটাকে সুন্দর করো তোমার মনকে ফ্রেশ করো।সময়ের সঠিক ব্যবহার করে জীবনটাকে মিস করো। বন্ধুকে এসএমএস করো হ্যাপি নিউ ইয়ার।
১৩.পুরনো যত দুঃখ আছে তাদেরকে দিয়ে দেও আজ ইতি।মনের মাঝে মাতিও তোল শুধু সুখের স্মৃতি। মনে যত দুঃখ আছে কুড়িয়ে নিয়ে দাও ফেলে। সবার জন্য রইল আমার এই কামনা। হ্যাপি নিউ ইয়ার
১৪.জেগে উঠুক সবার হৃদয়ে তে নতুন আনন্দ, সংগীতে দাও নতুন ছন্দ, দূর করে দিও সকল দুঃখ এসো হে নতুন নতুন তুমি এসো।নতুন বছরকে জানাই স্বাগতম। হ্যাপি নিউ ইয়ার।
১৫.আজ আমাদের দুঃখ ভোলার দিন,আজ মন হবে যে রঙিন, আজ প্রাণখুলে হবে শুধু গান, আজ সুখও হবে সীমাহীন।তার কারণ হচ্ছে একটাই আজ হচ্ছে বছরের প্রথম দিন। নতুন বছরের শুভেচ্ছা নিন হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছরের শুভেচ্ছা বাণী ২০২৩
১.নতুন আনন্দে জাগো আজ,বৈশাখের পুণ্য প্রভাতে। সব জ্বালা যন্ত্রণার যাক মুসে আসুক এক নতুন ভোর। হ্যাপি নিউ ইয়ার ২০২২
২.সুখের জন্য স্বপ্ন, দুঃখের জন্য হাসি,দিনের জন্য হচ্ছে আলো, আর চাঁদের জন্য হচ্ছে নিশি, আমার পক্ষ থেকে তোমার জন্য রইল নতুন বছরের অফুরান ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার
৩.নতুন বছর আমাদের জীবনের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করার জন্য সুযোগ নিয়ে আসে। আপনাদেরকে সেই সুযোগটি ভালোভাবে ব্যবহার করতে হবে তাহলে হবেন জীবনে সফল। হ্যাপি নিউ ইয়ার
৪.আসতেছে বাংলা নতুন বছর, সবাইকে জানাই সুখবর, সবার মনে আনন্, তবে কেন মুখ বন্ধ জোরে জোরে বলার দরকার হ্যাপি নিউ ইয়ার।
আরো পড়ুন- শুভ জন্মদিনের শুভেচ্ছা | জন্মদিনের কবিতা
৫.যতটুকু ভুল ছিল শুধরে নিব না পাওয়ার কষ্ট টাকে আমি ভুলে যাব। সবাইকে বাসবো ভালো সরল মনে এর প্রত্যয় শুরু হোক আমার নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার ২০২২
৬.বাংলাতে বলে নতুন বছরের শুভেচ্ছা বাণী এবং ইংরেজিতে বলে হ্যাপি নিউ ইয়ার এসএমএস।বলার ধরন যাই হোক হ্যাপি নিউ ইয়ার সবার মনেই নিয়ে আসে আনন্দ।
৭.শীতের সিদ্ধ নতুন সকাল মিষ্টি মিষ্টি রোদ, কিছু সুন্দর স্বপ্ন ও এক মুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি ও কিছু স্বপ্নীল দৃষ্টি এই নিয়ে শুরু হোক আগামীর দিন। হ্যাপি নিউ ইয়ার
৮.নতুন বছরের পুণ্য প্রভাতে ভরে উঠুক তোমার জীবন পাখিদের আনন্দ কলতানে।
৯.নতুন পোশাক নতুন সাজ নতুন বছর শুরু হলো আজ। মিষ্টি মন আর মিষ্টি হাসি শুভেচ্ছা জানাই তোমাকে আমি রাশি রাশি। হ্যাপি নিউ ইয়ার ২০২৩
আরো পড়ুন- প্রেম ও ভালবাসার এসএমএস ২০২১ Love Sms Bangla
১০.বসন্তের আগমনে কোকিলের সুর,গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর, বর্ষার আগমনে সাদা কাশফুল, তাই তোমাকে আমার উইশ করতে আজ মন হলো ব্যাকুল। হ্যাপি নিউ ইয়ার
১১.নতুন বছরের আগমনে ক্লান্তি যাক দূর হয়ে।জীবনকে করে তোল সুন্দর এবং অতীতকে যাও ভুলে। নতুন বছরকে সাজিয়ে তোলো তুমি নিজের মত করে। হ্যাপি নিউ ইয়ার ২০২২
১২.নতুন বছরের শুভেচ্ছা দিলাম মন ভরে নিও,আমার এই অভিনন্দন তোমার মনের ভেতর সাজিয়ে রেখো। হ্যাপি নিউ ইয়ার
১৩.সমস্ত তারা তোমাকে যেন সে শুভ নববর্ষের শুভেচ্ছা,এমনকি চাদো তোমাকে শুভেচ্ছা জানানোর জন্য উজ্জ্বল কোন ভয় নেই। শুভ নববর্ষ
১৪.দুঃখগুলো ঝেড়ে ফেলো নতুন কিছু স্বপ্ন গড়ো,নতুন বছর নতুন আশা রইল কিছু বন্ধু ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার।
১৫.নিত্য বছর নতুন দিন সবার লাইফটা হোক রঙিন, পুরোনোকে ভুলে যাও আসবে নিত্য কিছু আরো, পুরনোকে ভেবে মন খারাপ কোরো না যেন, শুধু ভালোবাসা গুলো থেকে যাক সব হৃদয়ে যেমনি ছিলো সবাইকে জানাই আমি হ্যাপি নিউ ইয়ার।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা ২০২৩
১.ঘড়ির কাঁটা বারোটা আমার মন যে আর মানেনা, বন্ধু তুমি ঘুমাও নাকি?নতুন বছরের নতুন তারা,দেখো করছে ঝলমল, দৃশ্যের নতুনের সাড়া,তোমার জীবনের বাকি দিনগুলো হোক শুখ ও সমৃদ্ধময় এই কামনায় তোমাকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার ২০২৩
২.সব কিছুরই শুরু এবং শেষ থাকে আমি কামনা করি নতুন বছরে তোমার সবকিছু তোমার আনন্দ ও সুখ যেন শেষ না হয়। হ্যাপি নিউ ইয়ার ২০২৩
৩.নতুন ভোর জেগে উঠেছে নতুন সূর্য কিরনের সাথে, নতুন সকাল উঠেছে জেগে মিষ্টি হাসির সাথে, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায়, নতুন বছর কাটুক বন্ধু তোমার অনেক আনন্দের সাথে। হ্যাপি নিউ ইয়ার
আরো পড়ুন- ছেলেদের ইসলামিক সুন্দর নামের তালিকা অর্থসহ পড়ুন | Islamic Name
৪.ভুলকে আজ দিয়ে দাও ছুটি বিবাদকে আজ দিয়ে দাও বিদায়।মনকে করে তোল আজ শুদ্ধ, শত্রুকে বানিয়ে ফেলো আজ বন্ধু, এই সময় এই ক্ষণ পাবে তুমি কতক্ষণ, আসো তাহলে হাত মিলায়, মনের সাথে মন কেউ মিলিয়ে ফেলাই ভালোবাসায় ধন্য হোক সারা জীবন। হ্যাপি নিউ ইয়ার
৫.মুছে যাক আগের সকল কলুষতা শান্তির বার্তা নিয়ে খামে পাঠালাম সুদিনের সুবাতাস,তোমায় দিলাম হ্যাপি নিউ ইয়ার ২০২৩।
৬.নতুন বছরে দূর হোক সব জাত পাতের ভেদাভেদ, ধর্ম ধর্মের বিভেদ, সুখী হোক সকল পৃথিবীবাসীর হ্যাপি নিউ ইয়ার।
৭.নতুন বছরের নতুন প্রতিজ্ঞা নিয়ে ঝাঁপিয়ে পড়ো সাফল্যের খোঁজে, তোমারে সাফল্যে কে কে দুখী হবে জানিনা তবে তোমার মা-বাবা খুবই খুশি হবে, তাদের মুখে হাসি ফোটানোর সুযোগ যেন ছেড়ো না। হ্যাপি নিউ ইয়ার ২০২২
৮.নীল আকাশের খামে ভরে, সাদা মেঘের কাগজে করে, রংধনুর রং এর লিখে,দখিনা বাতাস কে দিয়ে আমি আমার মনের কথা পাঠালাম। হ্যাপি নিউ ইয়ার।
৯.নতুন আলো নতুন ভোর আসলো বছর কাটলো প্রহর, অতীতের হলো মরণ নতুনকে করে নিও সবাই বরণ। পুরনো সব স্মৃতি কে করে ফেলো ইতি, তোমাকে জানাই নতুন বছরের প্রীতি। হ্যাপি নিউ ইয়ার ২০২৩
১০.তোমার মন খারাপের সঙ্গে আমায় করো, তোমার দুঃখ আমাকে দিয়ে ঝুলিয়ে ভরিয়ে দিও, নতুন বছরে শুধু খুশি তোমায় রাখুক ঘিরে,আমি আছি সকল সময় পাশে একলা হও বা ভিড়ে। হ্যাপি নিউ ইয়ার ২০২৩
১১.তুমি তোমার হৃদয়ের খাতায় লিখে নাও যে নতুন বছরের প্রতিটি দিন হবে খুব সুন্দর আর সফল।তুমি এই ভাবেই সামনে এগিয়ে যাও। হ্যাপি নিউ ইয়ার
১২.তোরাই তো আমার প্রিয় জন তাই খুশি হয়ে বললাম। হ্যাপি নিউ ইয়ার ২০২৩ আগাম শুভেচ্ছা তোদেরকে জানিয়ে রাখলাম।
আরো পড়ুন- মেয়েদের ইসলামিক সুন্দর নাম অর্থ সহ | Girl Islamic Name
১৩.সাধারণত দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত যদি চলে যায়, তারার দেশে ভেবোনা বন্ধু আমি থাকবো যে তোমার পাশে,হ্যাপি নিউ ইয়ার ২০২৩।
১৪.আগামী বছরটা যেন তোমার গত বছরের চেয়েও ভাল কাটে, যে সমস্ত সুখ এবং আনন্দ তুমি গত বছরে পাওনি, যেন তুমি এই নতুন বছরে পাও। হ্যাপি নিউ ইয়ার।
১৫.আধার ভেদ করে যেন সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌঁছে যাক আমাদের জীবনের জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলার চেষ্টা করি নতুন বছরকে। হ্যাপি নিউ ইয়ার
ইংরেজি নতুন বছরের স্ট্যাটাস 2023
১.বাউল গানের সান্ধ্য তালে, নতুন বছর যেন আবারও এসেছে ঘুরে,উদাসী হাওয়ার সুরে সুরে, রাঙা মাটির এই পথটি জুড়ে হ্যাপি নিউ ইয়ার বন্ধু।
২.নববর্ষের নতুন রুপ রাঙিয়ে দিক প্রতিটা মুহূর্ত, সুন্দর এবং সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। হ্যাপি নিউ ইয়ার
৩.মনে আসুক তোমার বসন্ত সুখ হোক অনন্ত, স্বপ্ন হোক জীবন্ত এবং নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত। হ্যাপি নিউ ইয়ার ২০২৩
৪.নতুন বছরের প্রতিটি মাস প্রতিটি দিন, প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট যেন তোমার জন্য নিয়ে আসে সঞ্চারিত সুখের জোয়ার। জানাই তোমাকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।
৫.নতুন বছরে বেশি বেশি করে ভুল করো কেননা বেশি ভুল করার মাধ্যমেই তুমি আরো অনেক বেশি শিখবে।
৬.ফুটে উঠুক ফুলের মতো আর যেখানে যাও তোমার সুবাস ছড়িয়ে দাও চারিপাশে। হ্যাপি নিউ ইয়ার।
আরো পড়ুন- জীবন নিয়ে মনীষীদের উক্তি | বিখ্যাত কিছু উক্তি সমূহ
৭.জীবনের সব নতুন শুরু গুলোই একদিন না একদিন শেষ হয়ে যাবে, তাকে স্মৃতির মণিকোঠায় স্থান দেয়ার সবচেয়ে ভালো উপায় হল এমন কিছু ভাল কাজ করো যাতে তা সারা জীবনের জন্য তোমার মনে জীবিত থাকবে। হ্যাপি নিউ ইয়ার
৮.হ্যাপি নিউ ইয়ার। নতুন প্রভাতের নতুন আলোকে স্বাগত জানায় পৃথিবী কে, আনন্দ মনে বারিনি তোমারে অগ্রিম শুভেচ্ছা জানাই সাদরে।
৯.সবার মন থেকে হিংসা এবং বিদ্বেষ পালিয়ে যাক বহুদূরে, তার জায়গা দখল করুক সততা বিশ্বাস ও ভালোবাসা, কেননা পৃথিবীতে আজ ভালোবাসার সত্যিই খুব প্রয়োজন। হ্যাপি নিউ ইয়ার।
১০.প্রত্যক নতুন বছর আমাদের জন্য নিয়ে আসে নতুন নতুন বাধা ও নতুন নতুন চ্যালেঞ্জ, এই নতুন বছর যেন তোমার নতুন সব বাধা অতিক্রম করার সাহস ও ক্ষমতা দেয় এই কামনাই করি। হ্যাপি নিউ ইয়ার ২০২৩
১১.অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা। সঞ্চারিত রয়েছে হাজারো আশা হে শুভ নববর্ষ আশা করি সবার বিশ্বাসে আসবে শান্তি চিত্তে আসবে হর্স। হ্যাপি নিউ ইয়ার
১২.নতুন বছর হচ্ছে একটি খালি খাতার মতো এবং তার কলম থাকবে আপনার হাতেই। নিজের জন্য নতুন বছরেই সুন্দর কোন গল্প লিখুন। হ্যাপি নিউ ইয়ার ২০২৩
১৩.সফলতার পথে পৌঁছানোর জন্য সকল সময় সামনে এগিয়ে যান একদিন আপনি আপনার নিজের গন্তব্যের পথে ঠিকই পৌছাবেন।আপনাকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার ২০২২
আরো পড়ুন- সেরা ফেসবুক স্ট্যাটাস ও পিকচার | Bangla Facebook Status
১৪.কথার শেষে নতুন বেশে আসছে কোন ভেলা আনন্দে ভেসে, নতুন বছর আবার আসছে প্রকৃতির মাঝে তাইতো আমাদের মন সেজেছে রঙিন বেশে।হ্যাপি নিউ ইয়ার
১৫.রংবেরঙের সাজছে জাতি ঢাক-ঢোলের চলছে ছড়াছড়ি,জীবনে নিয়ে আসো নতুন ভালোবাসা এবং সুখী করো নিজের জীবনটা। হ্যাপি নিউ ইয়ার
২০২২ এ সব দুখঃ পেরিয়ে … ২০২৩ এ এলাম এবার!
নতুন এই বছরে, রঙিন এই শহরে ভেসেছে খুশির জোয়ার!
~হ্যাপি নিউ ইয়ার
”তুমি বন্ধু হও বা শত্রু হও, যেখানে’ই যে কেহ রও”
ক্ষমা করো আজকের মতো, ক্ষমা করো পুরাতন বছরের সাথে, পুরাতন অপরাধ যত।
~হ্যাপি নিউ ইয়ার
নতুন বছরের স্ট্যাটাস ২০২৩
দেখতে দেখতে ২০২২ সালটা কেটে গেলো, ২০২৩ সাল এখন আমাদের দারপ্রান্তে।
এই ২১ সালে জীবনে কতকিছু অর্জন হয়েছে, আবার অনেক কিছু হারিয়ে গেয়েছে।
খারাপ সময়টা জীবনকে নতুন করে বুঝতে শিখিয়েছে। ধন্যবাদ আমার খারাপ সময়টাকে,
খারাপ সময়টা জীবনে আপন, পর চিনিয়েছে।
ধন্যবাদ কিছু বন্ধুরুপি বেঈমানকে, যারা আমাকে বন্ধুত্বের দোহাই দিয়ে সুযোগ বুঝে
আমার সাথে বেঈমানী করেছিলো।
ও ধন্যবাদ সেই সব ফেইক মানুষদের,
যারা আমাকে উপরে আপন বলতো,
কিন্তু ভিতরে ভিতরে আমাকে পর ভাবতো,
ধন্যবাদ আমার পিছনে কথা বলা সেইসব নিন্দুকদের, কারণ তাদের এই নিন্দাই আমাকে সামনে এগিয়ে চলতে অনুপ্রেরিত করেছে। ধন্যবাদ ২০২২ সালকে আমাকে আপন, পর, বেঈমান আর বিশ্বাসঘাতক কে চিনিয়ে দেওয়ার জন্য।
~হ্যাপি নিউ ইয়ার
হ্যাপি নিউ ইয়ার ব্যানার ও পোষ্টার ২০২৩
পুরানো দিনকে ফেলে আমরা পা দিচ্ছি নতুন বছরে, আশাকরি আমাদের নতুন বছর ২০২৩ সকলের ভালো ভাবে কাটবে। নতুন বছর মানে নতুন পরিকল্পনা। নতুন বছর হ্যাপি নিউ ইয়ার আসলেই অনলাইনে হ্যাপি নিউ ইয়ার পোষ্টার, হ্যাপি নিউ ইয়ার ব্যানার খুজেঁ থাকি, কেউ ব্যবসার জন্য, কেউবা প্রিয় নেতা ও নেত্রীকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতে ব্যানার, পোষ্টার খুজেঁ থাকেন যা, মোবাইল বা কম্পিউটার দিয়ে বানাতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপাদের সুবির্ধাতে কয়েকটি “র” হ্যাপি নিউ ইয়ার পোষ্টার ও হ্যাপি নিউ ইয়ার ব্যানার দেওয়া হয়েছে। আপনার মনের মত করে এডিটিং করে প্রিয় ব্যক্তিকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতে পারেন।
[button color=”primary” size=”small” link=”https://drive.google.com/file/d/1DwoVmnYoJP7r5PrWNbFwykoX7JD11e85/view?usp=sharing” icon=”” target=”false” nofollow=”true”]হ্যাপি নিউ ইয়ার ব্যানার HD[/button] [button color=”primary” size=”small” link=”https://drive.google.com/file/d/1yR-dOs_uvtQ-MMgzdbJ88zEHqMbGsPPu/view?usp=sharing” icon=”” target=”false” nofollow=”true”]হ্যাপি নিউ ইয়ার পোষ্টার ২০২২ HD[/button]
পরিশেষে,নতুন বছরের নতুন দিন আপনাদের সবার যেন ভাল কাটে। আপনারা চাইলে নতুন বছরের নতুন দিনের জন্য সেরা কিছু শুভেচ্ছা বার্তা আপনার প্রিয়জনের মানুষগুলোকে দিতে পারেন। নতুন বছরের নতুন প্রভাতে জীবনটাকে আপনারা নতুন করে শুরু করতে পারেন এই কামনাই করি।