fpo rajshahi Job: পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন রাজশাহী জেলার আওতাধীন নিম্নবর্ণিত রাজস্বখাতভূক্ত শূন্য পদ পূরনের নিমিত্ত পদের পাশে উল্লিখিত জেলা/উপজেলা/সিটি কর্পোরেশন / ইউনিয়ন/পৌরসভা/ইউনিট / ওয়ার্ডের স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে,বিজ্ঞপ্তিতে মোট ৪ টি পদে ৬০ জনকে নিয়োগ দিয়েছে রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় রাজশাহী এর বিজ্ঞপ্তিতে আপনিও আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে। তবে পদগুলোতে কেবল রাজশাহী জেলার স্থানীয় বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী রাজশাহী জেলার স্থানীয় প্রার্থী আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া পদ্ধতি অনুসরন করুন। আপনি কি সরকারি ও বেসরকারি চাকরির খবর খুঁজতেছেন? তাহলে চাকরির খবর পেজ ভিজিট করুন। রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর বিজ্ঞপ্তিতে আবেদনের সকল প্রক্রিয়া নিম্নরূপেঃ
[box type=”info” align=”” class=”” width=””]আরো পড়ুন[/box]
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ রাজশাহী
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২২ আগষ্ট ২০২১ |
পদের সংখ্যা | ৪ টি ক্যাটাগরিতে মোট ৬০ জনকে নিয়োগ। |
পদের নাম | ১.পরিবার পরিকল্পনা সহকারী বেতনঃ ৯৭০০-২৩৪৯০/- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ৩. পরিবার পরিকল্পনা পরিদর্শক বেতনঃ ৯৩০০-২২৪৯০/- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ। ৩. পরিবার কল্যাণ সহকারী ৪. আয়া |
চাকরির ধরন | সরকারি চাকরি |
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা | উপরোক্তে উল্লেখিত আছে |
আবেদন পদ্ধতি | আগ্রহী প্রার্থীগণ নিম্নের APPLY বাটনে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। [button color=”primary” size=”small” link=”http://dgfprajs.teletalk.com.bd/” icon=”” target=”false” nofollow=”true”]APPLY[/button] আবেদন ফিঃ নিয়োগ বিজ্ঞপ্তির ১নং ও ২নং ক্রমিকে বর্ণিত পদের জন্য মোট ১১২/-(একশত বার) টাকা [পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকা। ৩ নং এবং ৪নং ক্রমিকে বর্ণিত পদের জন্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা [পরীক্ষার ফি ৫০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/- টাকা) জমা দিতে হবে। আবেদন পদ্ধতিঃ SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমাদান প্রক্রিয়া: প্রথম SMS DGFPRAJS SPACE> User ID লিখে 16222 নম্বরে SEND করতে হবে। DGFPBARI < Space> DGFPRAJSReply: Applicant’s Name, Tk. 112/56 will be charged as application fee, your PIN is 123456789. To pay fee Type DGFPRAJS-Space<YES<Space<PIN and send to 16222 দ্বিতীয় SMS: DGFPRAJS < Space>YES<Space> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে। উদাহরণ : DGFPLAK < Space>YES<Space> 123456789 Reply: Congratulations Aplicant’s Name, Payment completed successfully for DGFPLAK Recruitment Application for XXXXXXX. User ID is (ABCDEF) and Password (xXXXXXXX). বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবেনা। শর্তাবলীঃ Online-এ পুরণকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে বা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে বা বিজ্ঞপ্তিতে চাওয়া যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ কোন তথ্য দাখিল করা হলে বা বিজ্ঞপ্তির নির্দেশনা লঙ্ঘন পূর্বক কোন আবেদন পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। |
আবেদন শুরুর তারিখ | ১ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০:০০ টা। |
আবেদনের শেষ তারিখ | ৩০ সেপ্টেম্বর বিকাল ৫:০০ টা পর্যন্ত। |
অনান্য জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় রাজশাহী এর অফিশিয়াল ওয়েব সাইটঃrajshahi.gov.bd/
বিস্তারিত জানতে/পড়তে রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

Rajshahi r ai circular er exam kobe hote pare???kindly janaben
সার্কুলার পেলে আমাদের সাইটে আপডেট দেওয়া হবে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।