কোম্পানির চাকরির খবর

কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড নিয়োগ ২০২১

cocola foods ltd jobs: কোকালা কোম্পানি বাংলাদেশর শীর্ষ স্থানীয় খাদ্য ও পানীয় সামগ্রী প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান কোকোলা প্রোডাক্টস লিমিটেড। প্রতিষ্ঠানটি বিস্কুট, চকলেট ও নুডুলস্ ইত্যাদি! তৈরি করে থাকে এবং বাজারজাতকরন করে এছাড়া কোকোলা প্রোডাক্টস লিঃ পন্যের বেশ চাহিদাও রয়েছে বাংলাদেশে। সম্প্রতি কোকোলা প্রোডাক্টস লিমিটেড শূন্য পদ পূরনের লক্ষে কিছু সংখ্যক লোক নিয়োগ দিয়েছে, নিম্নোক্ত পদগুলোতে আগ্রহী প্রার্থী আবেদন করতে পারেন, আবেদনের প্রক্রিয়া বিস্তারিত তথ্য নিম্নে পড়ুন।

আরো পড়ুনঃ  সাপ্তাহিক চাকরির খবর

cocola foods ltd jobs 2021

চাকরির ধরনঃ কোম্পানির চাকরির খবর
পদের নামঃ মিক্সার অপারেটর (বিস্কুট সেকশন)
পদের সংখ্যাঃ ৮ জন
অভিজ্ঞতাঃ সমমান পদে ন্যূনতম ০৫-০৬ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা

পদের নামঃ ফরমিং (কাটিং) অপারেটর (বিস্কুট সেকশন)
পদের সংখ্যাঃ ৮ জন
অভিজ্ঞতাঃ সমমান পদে ন্যূনতম ০৫-০৬ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা

পদের নামঃ ওভেন অপারেটর (বিস্কুট সেকশন)
পদের সংখ্যাঃ ১০ জন
অভিজ্ঞতাঃ সমমান পদে ন্যূনতম ০৫-০৬ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা

পদের নামঃ প্যাকিং মেশিন অপারেটর (বিস্কুট))
পদের সংখ্যাঃ ১৫ জন
অভিজ্ঞতাঃ সমমান পদে ন্যূনতম ০৫-০৬ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা

পদের নামঃ প্রোডাকশন সুপারভাইজার
পদের সংখ্যাঃ ১৫ জন
অভিজ্ঞতাঃ সমমান পদে ন্যূনতম ০৫-০৬ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা

আবেদনের প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ৩ কপি ছবি, জাতীয় পরিচয় পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি সহ আগামী ২৬/০৯/২০২১ ইং তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে। (খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button