Sms

বন্ধুদের নিয়ে উক্তি, ছন্দ কবিতা, ফেসবুক ক্যাপশন

ছোট বেলা থেকে সব মানুষের কোন না বন্ধু থাকে, বন্ধু মানে বলতে পারি অক্সিজেন যা ছারা বাচাঁ অসম্ভব। বন্ধু মানে বিশ্বাস, ভালবাসা, যে বিপদে আপদে সবসময় আপনাকে সঙ্গ দিবে সে আপনার প্রকৃত বন্ধু। বন্ধত্বের সম্পর্ক পরস্পরের থাকায়, মনের যত গোপনীয় কথা একে অপরের সাথে সাথে শেয়ার করে থাকি এবং ফ্রি থাকা সময়টুকু বন্ধুদের সাথে কাটিয়ে থাকি। বন্ধুদের নিয়ে ভালবাসার সম্পর্ক নিয়ে লিখে শেষ করা যাবেনা। তাই বন্ধুদের নিয়ে চলার পথে হাসি ঠাট্টা, সুখ ও দুখঃ ইত্যাদি! সবকিছুই ছিল। হয়তো জীবিকা নির্বাহের জন্য এক বন্ধু-আরএক বন্ধু থেকে  অনেক দূরে রয়েছেন, তবে তাদের মধ্যে ভালবাসার কমতি থাকে না। কিন্তু অতীতের বন্ধুদের সাথে আড্ডার কথা মনে পরে যায়, তাই বন্ধুদের নিয়ে  ভিবিন্ন উক্তি  কথা খুঁজে থাকে ইন্টারনেটে, প্রিয় বন্ধুদের নিয়ে আবেগী স্ট্যাটাস গুলো নিম্নে পাবেন।

বন্ধুত্বের উক্তি

প্রেম ঠিকই একদিন হারিয়ে যাবে..
কিন্তু বন্ধুত্ব কোনদিন হারিয়ে যায়না.!

মনের অনুভূতি যদি ঠিক থাকে.!
তাহলে আজীবন সম্পর্কটাও থাকে.!

প্রিয় বন্ধু! ভুল হলে তুই আমাকে বকা দে.!
তবুও কথা বলা বন্ধ করে দিসনা, খুব কষ্ট হয়..!

বন্ধু মানে বছরের পর বছর চলে যাবে,
চোখের অশ্রু শুকিয়ে যাবে, কিন্তু তোমার আমার বন্ধুত্ব শেষ হবে না।

বিপদে সময় কাছে আসা বন্ধুই বাস্তবে তোমার,
প্রকৃত বন্ধু.!

প্রকৃত বন্ধু তো সে.!
যে ঠান্ডা লাগা এবং কান্না ভেজা গলার,
পাথক্যটা টা বুঝবে.!

বন্ধু মানে…
কাছে থাকলে ঝগড়া করা,
দূরে গেলে অনেক মিস করা!

বন্ধু মানে…
যার কাছে মনের সমস্ত কথা,
অনায়াসে বলা যায়!

বন্ধু মানে সরি নয়,
সব দোষ তোর!

বন্ধু  মানে পাশে থেকে হাতে হাত রেখে,
একসাথে পথচলা!

বন্ধু মানে নিজে তোমার জন্য ছোট হবে,
কিন্তু তোমাকে ছোট হতে দিবেনা.!

বন্ধুত্ব একমাত্র সিমেন্ট,
যা সা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারে!

বন্ধুদের থেকে আলাদা থাকলে, সামান্য কুকুরটাও আপনাকে ভয় দেখাবে.!
কিন্তু বন্ধু বান্ধব পাশে থাকলে তোমাকে সিংহ এসেও  ভয় দেখাতে পারবেন!

বন্ধু যতই খারাপ হোক, তােকে কখনো ফেলে দিওনা,
মনে রেখ পানি যতই খারাপ হোক,
তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button