আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | ansar job circular

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারন আনসার নিয়োগ দেওয়া হয়েছে।  বর্তমানে ৪৭৭৭ সংস্থাং অঙ্গীভূত রয়েছে  এছাড়া অনান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপওা বিধান করছেন।  তাই  সাধারণ আনসার  মৌলিক প্রশিক্ষন গ্রহন করে আপনিও হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। দেশের সরকারী ও বেসরকারী  নিরাপওা স্থাপনার সেবক, আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য হতে চাইলে বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

সাধারণ আনসার, আনসার ভিডিপি ও আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই আমাদের এই পোস্ট আপডেট করা হয়, যাতে করে আপনারা খুব সহজে আনসার বাহিনীর নিয়োগ সার্কুলার খুজেঁ পেতে পারেন এবং আবেদন করতে পারেন। নতুন ansar job circular এর আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা সকল তথ্য নিম্নেঃ

আরো পড়ুন-

সাধারন আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
পদের নামসাধারন আনসার
উচ্চতা ৫.৪” বুকের মাপ ৩০”-৩২”
আবেদন ফি২০০/-
আবেদন পদ্ধতিইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যেকোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) এ ‘ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন” লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে অথবা নিম্নের APPLY বাটনে ক্লিক করুন।

[button color=”primary” size=”small” link=”https://www.ansarvdp.gov.bd” icon=”” target=”false” nofollow=”true”]APPLY[/button]

আবেদন শুরু ও শেষ সময়ঃ ২৮/০২/২০২২ রাত ১২টা ৫৯ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

শর্তাবলীঃ অনলাইনে আবেদন সম্পন্ন হলে প্রবেশ পত্র প্রিন্ট করে সংরক্ষন করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ জেলা ভিওিকি দেওয়া হয়েছে, তাই বিজ্ঞপ্তিতে যে সকল জেলার নাম উল্লেখ্য রয়েছে শুধু সেই জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে সাধারন আনসার নিয়োগ বিজ্ঞপ্তি পড়ুন…

আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ansar vdp job circular 2022: বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ ”ব্যাটালিয়ন আনসার’ সদস্যগণ পাবত্য চট্রগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উওরন এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন স্থাপনার নিরাপওা বিধানসহ অনান্য বাহিনীর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে।২২-তম-ব্যাচ-পুরুষ-ব্যাটালিয়ন-আনসার-নিয়োগ-বিজ্ঞপ্তিতে  ৪০০ টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের শুন্য পদ (শুধুমাত্র পুরুষ) পূরনের লক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদনের আহব্বান করা যাচ্ছে। আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং  আনসার ভিডিপি নিয়োগের উল্লেখিত যোগ্যতা থাকতে হবে। নিম্নেছকে বর্ণিত জেলাসমূহের পাশে উল্লখিত শূন্য কোটায় বাছাই ও অংগীভূত করা হবে। উল্লেখিত নিয়োগকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকে ৬ বছর সন্তোষজনক চাকরি সমাপনান্তে স্থায়ী করা হবে। উপযুক্ত প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট শারীরিক যোগ্যতা ও প্রাথমিক বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে হবে। (মাবাইল এসএমএস এর মাধ্যমে সময় জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক ভাবে বাছাইকৃত প্রার্থীদের একই স্থানে এবং একই তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। নিবার্চিত  প্রার্থীদেরকে ৬ মাস মৌলিক প্রশিক্ষনের জন্য আনসার ভিডিপি একাডেমী , সফিপুর, গাজীপুরে যোগদান করতে হবে।

আরো পড়ুন

ansar battalion jobs circular 2022

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আবেদন করা জন্য শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা এবং বয়স প্রয়োজন তা নিম্নরূপে এছাড়া আগ্রহী প্রার্থীকে আবেদনের জন্য যেসব গুরুত্বপূন্য তথ্যাবলী প্রয়োজন তা নিম্নে দেওয়া হলঃ

বয়স০৭/০৭/২০২২ খিঃ তারিখে ১৮ -২২ বছর।
শিক্ষাগত যোগ্যতাকোন স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উওীর্ণ।
উচ্চতাসাধারন প্রার্থীর ক্ষেত্রে ৫.৬” এবং উপজাতি প্রার্থীর ক্ষেত্রে ৫.৪”
বুকের মাপসাধারন প্রার্থীর ক্ষেত্রে ৩২”-৩৪” এবং উপজাতি প্রার্থীর ক্ষেত্রে ৩০”-৩২”
আবেদন পদ্ধতিইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যেকোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) এ ‘ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন” লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে। উক্ত লিংকটি ১৯ জুন, ২০২২ খ্রিঃ তারিখ হতে ০৭ জুলাই, ২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অন-লাইনে রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত বিকাশ/রকেট/মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে যা অফেরতযোগ্য। আবেদনকালে আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০১৮৪০১৯৭২০৭, ০১৬২৯৪৬৪২৮৯ এবং ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বরে যোগাযোগ করতে হবে। অন-লাইনে আবেদন পত্র রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রত্যেক প্রার্থী রেফারেন্স আইডি পাবেন এবং উক্ত রেফারেন্স আইডি ও প্রিন্টকৃত আবেদনপত্র সংরক্ষণ করবেন। পরবর্তীতে প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। প্রার্থীগণ অন-লাইনে উচ্চ রেফারেন্স আইডির মাধ্যমে প্রবেশপত্র প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং বাছাইয়ের লক্ষো নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে প্রবেশপত্র ও আবেদনপত্রসহ উপস্থিত হবেন
আবেদন শুরুর তারিখ১৯ জুন ২০২২
আবেদনের শেষ তারিখ০৭ জুলাই ২০২২
ansar battalion jobs circular

আনসার ভিডিপি নিয়োগ ২০২২ সার্কুলার

বিস্তারিত আনসার ভিডিপি/ব্যাটালিয়ন নিয়োগ এর অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
0Shares

1 thought on “আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | ansar job circular”

Leave a Comment