আবেগি কষ্টের স্ট্যাটাস | Abegi Koster Status

কাউকে মনের গভীর থেকে কাউকে ভালবাসলে এবং সেই ভালবাসার আপনাকে কষ্ট দিলে তা সহজে ভুলতে চাইলেওে আপনি ভুলতে পারবেন না। কারন ভালবাসা’ই হল আবেক, কেননা ভালবাসার সম্পর্ক  তৈরি হয় মন দিয়ে জোর করে নয়। প্রিয় মানুষটি আপনাকে কষ্ট দিলে যা আপনাকে ধুকে ধুকে কষ্ট দিবে কারন যে আপনাকে মনে ব্যাথা দিয়েছে ,তাকে আপনি মন দিয়ে ভালবেসেছেন, এটি ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেতে হতে পারে। তাই মনের  আবেগী কষ্ট গুলো সবার সাথে শেয়ার করা উচিৎ যাতে করে আপনার মনের ভিতরে থাকা কষ্ট কমবে। কারন মনের ভিতর কষ্ট চাপিয়ে রাখলে, কষ্ট আপনাকে বার বার কষ্ট দিবে তাই নিজের আবেগী কষ্ট কমাতে নিম্নে কিছু আবেগী কষ্টের সেরা স্ট্যাটাস দেওয়া হয়েছে যা সোশ্যাল মিডিয়ায়/ অন্যদের সাথে শেয়ার করে মনের কষ্টকে দূর করতে পারেন।

অপেক্ষায় আমিও ছিলাম তার জন্য,
কিন্তু সে এটা বুঝলো না।

আমি কিন্তু জানতাম ভালোবাসা বদলে যায়…
কিন্তু তুমিও যে বদলে যাবে এটা আমার জানা ছিলনা!
আমি তো তোমাকে সবার চাইতে আলাদা ভাবছিলাম…
যাইহোক, যাকে পেয়ে আমাকে ভুলে গেলে, তারে শক্ত করে ধরে রেখো…
তারে নিয়ে ভালো থেকো।

হেসে না হয় মুক্তি দিলাম,
কেদে আর পেলাম কোই,
যতোই বলি তুমি আমার,
তুমি আর আমার নয়।

কথা ছিল আমারে সে ছাইরা যাবেনা,
সেই কথা ভুইলারে সে করলো ছলনা,
তার মায়া কইরা দিছে, আউলা আমারে,
তার ছায়া ইসারাতে আজো ডাকেরে,
তারে ছারা এই পাগলে বাচে কেমনে,
তারে আজ নতুন করে বিধলে সে মনে।

যারা মন থেকে ভালবাসে,
তাদের উপহার হিসেবে কান্না’ই থাকে।

ভাল তো সবাই থাকতে চায়,
কিন্তু ভাগ্যটা সবাইকে সে সুযোগ দেয়না

মায়া এক অদ্ভুত এক জিনিস,
কাছে থাকলে কমে,
আর দূরে থাকলে বাড়ে।

সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়,
রাগ ভাঙ্গে আবার একই পথে চলে।

আমি এমন একজন মানুষকে ভালবাসি,
যাকে কোনদিন আপন করে পাব না,
তবু শুধু তাকেই ভালবাসি।

প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে,
কিন্তু প্রেম পুরানো হলে সময়টাও দিতে পারেনা।

একটু অবহেলা একটু খারাপ ব্যবহার,
একটা ভাল সম্পর্ক ভেঙ্গে দেবার জন্য যথেষ্ট।

মাঝে মাঝে মনে হয়,
তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি,
যেন তুমি বুঝতে পারো আমি তোমায়,
কতটা ভালবাসি।

ভালবাসি বলেই তো,
তোমার সাথে এত রাগ করি,
এটাই বুঝোনা তুমি।

তুমি কেন বুঝোনা তুমি কথা না বললে আমার কষ্ট হয়,
দুখঃ এটা নয় যে আমি তোমাকে পাবো না,
কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না।

কষ্ট মানুষকে শুধু কাঁদায় না,
কিছু শিক্ষাও দিয়ে যায়।

কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিওনা,
বেঁচে থাকলে সুখের দেখা পাবেই।

ভালবাসার মানুষটিকে শুধু ভালবাসলে হয়না,
তার রাগ অভিমান দুখঃসবকিছু বহন করতে হয়,
আর সেটাই হল আসল ভালবাসা।

বদলাতে চাইনি তোমার অবহেলা,
আমাকে বদলাতে বাধ্য করেছে।

সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়,
তখন মানুষ বাইরে থেকে নয়,
ভেতর থেকে পাথর হয়ে যায়।

বাস্তবতা হলো অর্থের শূন্যতার চেয়ে,
প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাাঁদায়।

নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও,
তারা তোমাকে একা করে গেছে,
তারা যেন তোমাকে দেখে একদিন আফসোস করে!

মানুষ তখনি কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়,
আপন পর হয়, স্বপ্ন ভেঙ্গে যায় তখন বুকের চাপা কষ্ট গুলি,
চোখ দিয়ে অস্রু হয়ে ঝড়ে পড়ে।

আমি কারও কাছে ভাল,
কারও কাছে খারাপ,
আসলে সত্যটা হল যার মন মানসিকতা যেমন,
আমি তার কাছে তেমন!

কেউ ভুলে যায় না,
প্রয়োজন শেষ তাই আর
যোগাযোগ রাখেনা।

বার বার তোমার চোখের পানি মুছে
ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা
উত্তম যে তোমাকে এতবার কাঁদায়।

কেউ যদি তোমার ভালবাসার মূল্য
না বুঝে তবে নিজেকে নিঃস্ব
ভেবো না। জীবনটা এত তুচ্ছ
না…..OK যে পথে কেহই নেই

তোমাকে হারাইনি
হারিয়েছি নিজেকে।
কাউকে বোঝাইনি
বুঝিয়েছি এই নিজেকে

অন্য কারো হাতে তোমার সুখ আমানত
দিও না, কারন সে হারিয়ে গেলে তোমার
সুখকে আর তুমি খুজে পাবে না…..!!!

কাউকে বাধ্য করোনা
কথা বলার জন্য!
তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও
তাদের ছাড়া তুমিও থাকতে পারো!!!

কষ্ট মানুষকে কাঁদায় না!
কাদাঁয় তো সুখ, যেটা ক্ষনিকের জন্য এসে চলে যায়।

ইমোশনাল কষ্টের স্ট্যাটাস

ইমোশন এমন একটি জিনিষ যা সম্পূর্ন মানষিক উওেজনা। মানুষ মাত্রই আবেক/ইমোশন থাকবে এটাই সাভাবিক ব্যপার। আপনি যদি একজন সুস্থ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে আবেগ, অনুভূতি থাকবেই। আমরা অনেকেই রয়েছি যে কোন কাউকে অতি সহজে আপন ভেবে ফেলি সেটা হোক বন্ধু, প্রেমিক বা প্রেমিকা ইত্যাদি! আজকের পোষ্টে অতি সহজে প্রিয়জন ভাবা মানুষদের নিকট থেকে পাওয়া কিছু কষ্টের স্ট্যাটাস। যা আপনি ফেসবুকে পোষ্ট করতে পারেন, কেননা যেই প্রিয় মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে, সে যদি আপনার আবেগী কষ্টের স্ট্যাটাস দেখে থাকে তাহলে সে ইমপ্রেস হতে পারে। কারন মানুষ মাত্রই আবেক তাই আপনাকে কষ্ট দেওয়া ব্যক্তি আপনার আবেগি কষ্টের স্ট্যাটাস দেখে সে নিজেই আবেগী হতে পারে এবং আপনাদের সম্পর্ক আগের মত হয়ে যাবে। নিম্নে কিছু সেরা ইমোশনাল কষ্টের স্ট্যাটাস দেওয়া হয়েছে, আপনি যদি ইমোশনাল কষ্টের স্ট্যাটাস  সন্ধান করে থাকেন তাহলে নিম্নের দেওয়া কষ্টের স্ট্যটাস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।

কত নতুন পারফিউম আসবে আবার যাবে.!
কিন্তু মায়ের আঁচলের গন্ধ, সেই একই থাকবে!

একদিন তুুমিও কাঁদবে, যেভাবে আমি কাঁদছি.!
এটা আমার অভিশাপ নয় এটা আমার বঞ্চিত ভালবাসার নিরব আবেদন.!

পাবোনা জেনেও তোমাকে আজও এতটা ভালবাসি.!
তাহলে পেয়ে গেলে তোমাকে কতটা ভালবাসতাম!

তোমাকে চাইবার মতন লোক অনেক আছে কিন্তু,
আমার মত মন থেকে চাইবার মত আর কেউ নেই!

ভালবাসা প্রথমে হাঁসতে শেখায়, তারপর কাঁদতে শেখায়.!
পরিশেষে বাস্তবতার সাথে লড়তে শেখায়.!

তোমাকে না দেখলে কেমন জানি ব্যাথায় কেঁপে ওঠে বুক.!
তোমায় দেখিনা বলে আজ সাড়া শরীর জুড়ে নেমেছে অসুখ.!

কিছু মানুষ আছে যাদের দেখলে মনে তারা আসলে’ই পরিপূর্ণ.!
কিন্তু ভিতরে ভিতরে তারা ততটাই শূন্য,
সেটা কাউকে বলতেও পারেনা, আবার মানতেও পারেনা.!

কষ্টের ফেসবুক স্ট্যাটাস

কষ্ট এমন জিনিষ যা যত চেপে রাখবেন সেই চেপে রাখা কষ্ট আপনাকে ধুকে ধুকে কষ্ট দিবে। যেই কষ্ট আপনাকে ভুলতে হলে সবার মাঝে শেয়ার করতে হবে তাই ফেসবুক অনান্য শোস্যাল মিডিয়ায় আপনার কষ্টগুলো শেয়ার করুন।  সম্প্রতি আমরা ফেসবুকে অনেক ধরনের কষ্টে স্ট্যাটাস দেখতে পাই, যেই কষ্টগুলো ফেসবুক পোষ্টদাতা প্রিয়জনদের নিকট থেকে পেয়ে আজ ফেসবুকে শেয়ার করেছেন। আপনিও যদি প্রিয়জনদের কাছে কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার বুকের ভিতর থাকা কষ্টগুলো ভুলতে ফেসবুকে শেয়ার করতে পারেন।

মন থেকে চাওয়া মানুষ গুলোয়..!
মন খারাপের কারন হয়ে দাড়ায়!

হয়তো একদিন সে আফসোসের সহিতে বলিবে..!
ওর সাথে কাজটা একেবারে ঠিক করিনি যখন কিছুই করার থাকবেনা!

প্রতিটা কষ্ট’ই মানুষকে শিক্ষা দেয়..
যে শিক্ষা এক সময় বদলে দেয়.!

স্বপ্ন কখনো বেইমানি করে না..!
বেইমানি তো করে সেই স্বপ্ন দেখানো মানুষ গুলো!

শুধু মাত্র রাগটা কন্ট্রোল করতে পারিনা বলেই..!
নিজেই নিজের ক্ষতির কারন হয়ে দাড়িয়েছি..!

একসময় কত বোকা ছিলাম,  ভাবতাম মানুষ
কসম দিয়ে কখনো মিথ্যা বলে না।

কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটা ছিল,
জীবনের সবচেয়ে বড় ভুল।

আমি শুধু সেই মানুষ গুলোকে কখনো ভুলবো না,
যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মত কেঁদেছি.!

প্রিয়জনকে সরাসরি বলতে না পারা কথাগুলো,
ফেসবুক স্ট্যাটাসে পরিণত হয়!

কষ্টগুলো খুবই একান্ত, না পারি কাউকে বলতে,
না পারি চিৎকার করে কাঁদতে!

একা চলতে না শিখলে, এই শহরে বেঁচে থাকা,
খুব কঠিন!

হারিয়ে গেলে কেউ খুঁজবে না, অথচ
সবাই বলে তুমি চলে গেলে অনেক মিস করবো.!

খারাপ থাকি অসুবিধা নেই, কিন্তু কারও খারাপ হোক
তা কখনো চাইনা।

আমি কারন ছাড়া যাদের আপন ভাবি,
তারা প্রয়োজন ছাড়া আমাকে মনেও করে না!

দিনশেষে মন ভাল করার দায়িত্বটা কেউ,
কখনো নিল নাহ।

নিজেকে এমনভাবে বদলে ফেলো, যেন
সবাই পুরনো তুমিটাকে খুুঁজতে থাকে!

কেউ বদলায় ভাল থাকার জন্য,
কেউ বদলায় ভাল রাখার জন্য!

মানষিক যন্ত্রণা সহ্য করতে করতে,
মানুষ একটা সময় অনুভূতিহীন হয়ে যায়।

জীবন থেকে শিক্ষা পেলাম,
মানুষ স্বার্থে আঘাত লাগলে, মানুষ থেকে পশু হয়ে যায়।

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস

প্রবাসীরা বলতে বোঝায় মুনাফা অর্জনের জন্য নিজের দেশকে ত্যাগকরে অন্যদেশে গিয়ে কর্মকে বুঝে থাকি। আজকের পোষ্টের টাইটেল দেখেই পাঠকগন বুঝেগেছেন প্রবাসীদের নিয়ে কি টপিকে ব্লগার লিখতেছেন। প্রবাস এমন একটি যায়গা যে একবার গিয়েছে সেই বলতে পারবেন প্রবাস জীবনটা কতটা কষ্টের, শুধু পরিবার ও প্রিয়জনের মুখে হাঁসি ফোটাতে প্রবাসে গিয়ে থাকে। জীবনের সবকিছু প্রিয়জনের জন্য বির্সজন দেওয়ার পরও অনেক প্রবাসী মনের শান্তি পায় না, প্রিয়জন থেকে শুধু কষ্ট পায়। তাই যে সকল প্রবাসী কষ্টের স্ট্যাটাস সন্ধান করে থাকেন তারা নিম্ন থেকে সেরা প্রবাসী কষ্টের স্ট্যাটাস পাবেন যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।

প্রবাস মানে সুখেরি নীড় সর্বলোকে বলে,
আমি বলি এসে দেখো প্রবাস নামের জেলে।

নিজের স্বপ্ন পূরন করেতে একদিন বাড়ি ছাড়ছিলাম,
আজ বাড়িতে ফেরা টা আমার জন্য স্বপ্ন হয়ে গেছে।

প্রবাসে আসার আগে মনে করতাম,
বিদেশ যাওয়া অনেক কঠিন কিন্তু,
এখন বুঝতে পেরেছি, আসা সহজ ছিল তবে,
যাওয়াটা অনেক কঠিন।

এইতো কিছুদিন আগে বাপের হোটেলে বসে বসে খেয়েছি,
কিছুদিন হয় প্রবাসে এসেছি, আমিতো এখনি হাফিয়ে গেছি,
আমার বাবা ৫০ বছর বয়সে, আমাকে সান্তনা দেয়,
চিন্তা করিসনা আমিতো এখনো বেঁচে আছি।

প্রবাসীরা পকেট ভর্তি টাকা নিয়ে ঘুরে না ভাই,
এরা মাথা ভর্তি টেনশন নিয়া ঘুরে।

যদি কোন প্রবাসীকে আপনি জিগ্গেস করেন আপনারে একাউন্টে কত টাকা আছে?
বলবে! মস্তবড় একটা (0) পরে আছে, জিগ্গেস করেন তাহলে প্রবাসে রয়েছেন কেন?
উওরঃ জানিনা!

একটা কথা সত্য প্রবাসীরা সবাই অসেক টাকা কামায়,
কিন্তু  একটা কথা জানেন কি ভাই?
টাকার বিছানায় শুয়ে থাকলেও, অতটা সুখ পাওয়া যায়না,
যতটা সুখ গ্রামের বাড়িতে, টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দে পাওয়া যায়।

পরিবার এমন একটা শব্দ, যার কথা চিন্তা করলে,
হাজারো স্বপ্ন মাটি হয়ে যায়, মনে হয় ছোটবেলার জীবনটা’ই অনেক ভালো ছিল,
অসমাপ্ত স্বপ্ন গুলোর চেয়ে।

Exit mobile version