কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – TechEdu Jobs Circular
চলমান বিজ্ঞপ্তি: কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৪ টি ইঞ্জিনিয়ারিং (সিলেট/ময়মনসিংহ/ফরিদপুর/বরিশাল) কলেজের শূন্য পদে অস্থায়ী রাজস্ব খাতে শূন্য পূরনের জন্য ১৬ টি পদে ৭৬ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর Directorate of Technical Education Job Circular 2021 আবেদনের জন্য TechEdu jobs বিজ্ঞপ্তি ফলো করুন ।
কারিগরি শিক্ষা অধিদপ্তর TechEdu jobs ৬৪ টি টেকনিক্যাল স্কুল এবং কলেজে রাজস্বখাতে শূন্য পদসমূহে ১৫ টি ক্যাটাগরিতে ৫৩৩ জনকে কারিগরি শিক্ষা অধিদপ্তর TechEdu অস্থায়ী ভিওিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরনের নিমিও নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ন প্রকৃত বাংলাদেশীদের নিকট হতে আবেদন আহব্বান করা যাচ্ছে । আবেদন করতে আগ্রহী প্রার্থীরা techedu.gov.bd এর বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন । Directorate of Technical Education Job Circular 2021 dtev জব সার্কুলার পেতে চোখ রাখুন বিডি জবস মেলা সাইটে ।
techedu job circular 2021
পদের সংখ্যা: ৫৩৩ জন
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তি দেখুন
বেতন: বিজ্ঞপ্তি দেখুন
আবেদন ফি: ১১২/- এবং ১৫৬/-
চলমার বিজ্ঞপ্তির আবেদন এর নিয়ম: http://dteeng.teletalk.com.bd/ এই ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: http://dtev.teletalk.com.bd এই ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
dtev circular 2021
আবেদনের শুরু ও শেষ সময় : ১০ জানুয়ারি ২০২১ খি: তারিখ সকাল ১০:০০ টা থেকে ৩১ জানুয়ারি ২০২১ খি: তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর DTEV এর অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
deadline: 31 january 2021